বাক্ বাংলা কবিতার প্রথম ব্লগজিন । বাক্ বাংলা কবিতার মুক্ত অবস্থান । ব্যক্তিগত পছন্দের সীমানা এবং বাজারের বাইরে আকাঙ্ক্ষা ও প্রভার সন্ধান
তার ঘোষিত ব্রত । পাঠ্য ও অপাঠ্যর মধ্যবর্তীটি ছাড়া কোনো ভেদরেখাই
মান্য নয় । কথা বলুন 8436419575 , লেখা পাঠান : anupam_gtl@yahoo.co.in এবং konnagar : ghatal : paschim medinipur 721212, west bengal, India । লেখা পাঠান 'অভ্র'-তে টাইপ করে ওয়ার্ড ফাইলে । পি ডি এফ ফাইল আমন্ত্রিত লেখা ছাড়া গ্রাহ্য হবে না । অনুগ্রহ করে ফেসবুক বা আন্তর্জালে প্রকাশিত লেখা পাঠাবেন না ।
হাসান রোবায়েতের লেখা ভালো লাগছে। এই লেখাটাও বযাতিক্রম নয়। শুরুটা ভাল লেগেছে। শেষ লাইন্টা একটু খটকা দিয়ে গেল। হয়ত আমি ঠিক মানিয়ে নিতে পারলাম না জন্যই ... ভালো লেগেও একটু কম ভালো লাগলো।
নিলাব্জ'র কবিতা মনে ক্রিয়ে দিলো ২বছর আগে শীতে বেড়াতে জাওয়া গোয়ার কথা। সেই তো অচেনা শহর, গির্জার হলদে রেলিং... রাস্তাগুলো রাস্তার মতই, কিন্তু তাতে আর রাস্তা রাখার জায়গা নেই। আমাদের হেঁটে বেড়ানো ফিরে গেছে ঐ রাস্তা ধরে ... চোখের সামনে একটা ছবি ভেসে উঠছে।
বন্ধু নেই, বন্ধু নেই করে রঙ্গিতের বন্ধুর সংখ্যা ৫০০০। আবার সেই বন্ধু নেই কেন? এই কথা ওর অনেক কবিতার দেখেছি, তাই আর নতুন করে কিছু মনে হল না। তবে ভাল লাগল। কেন যে ভাল লাগল থিক বুঝে উঠছি না। রঙ্গিত নিজের স্টাইল খুঁজছে... মনে হচ্ছে। তাই কি?
Eta aamar poRa 'Baak'-er awnnyotomo shera post / shonkhya. Kobita shobkota bhalo. Kyano bhalo janina, kintu bhalo. Prabhat Chaudhuri bhalo, chNuye gyalo Aneek-Da, Rangeet-o khub 'Rangeetik'. Aamra shobai Facebook hoye jabo tobu Baak-er nokkhotro-kobita thekey jabey ei mon-e hoye...
ReplyDeleteবাক পড়লাম । বরাবরের মতই ভালো । অনীকদা বিপ্লব আর রমিতের কবিতা বেশ ভালো লাগল
ReplyDeleteBaak darun!.Pratiti kabitar nijoswo bhangi valo laglo khoob.
ReplyDeleteহাসান রোবায়েতের লেখা ভালো লাগছে। এই লেখাটাও বযাতিক্রম নয়। শুরুটা ভাল লেগেছে। শেষ লাইন্টা একটু খটকা দিয়ে গেল। হয়ত আমি ঠিক মানিয়ে নিতে পারলাম না জন্যই ... ভালো লেগেও একটু কম ভালো লাগলো।
ReplyDeleteনিলাব্জ'র কবিতা মনে ক্রিয়ে দিলো ২বছর আগে শীতে বেড়াতে জাওয়া গোয়ার কথা। সেই তো অচেনা শহর, গির্জার হলদে রেলিং... রাস্তাগুলো রাস্তার মতই, কিন্তু তাতে আর রাস্তা রাখার জায়গা নেই। আমাদের হেঁটে বেড়ানো ফিরে গেছে ঐ রাস্তা ধরে ... চোখের সামনে একটা ছবি ভেসে উঠছে।
বন্ধু নেই, বন্ধু নেই করে রঙ্গিতের বন্ধুর সংখ্যা ৫০০০। আবার সেই বন্ধু নেই কেন? এই কথা ওর অনেক কবিতার দেখেছি, তাই আর নতুন করে কিছু মনে হল না। তবে ভাল লাগল। কেন যে ভাল লাগল থিক বুঝে উঠছি না। রঙ্গিত নিজের স্টাইল খুঁজছে... মনে হচ্ছে। তাই কি?
মানিক সাহা।
মলয়দার অনুবাদ কবিতা অ্যালেন গিন্সবার্গের হাউল ভালো লাগ্ল। অবিশি মলয়দা আমার বরাবরের ফেভারিট।
ReplyDelete