স্বাগতম

আসুন আমাদের জগতে ...

67Th pOsT

























38 comments:

  1. আজ ভাষা দিবস । আজ ‘বাক ৬৭’ ।

    'বাক' প্রতি মাসের এক তারিখে হাজির হওয়ার উদাহরণ তৈরি করেছিল । তখন আমাদের মনে হল 'বাক' তার পাঠকদের অভ্যাসে পরিণত হচ্ছে না তো ! ফলে 'বাক'-কে আমরা কয়েকটা পোস্ট অনিয়মিত করেছিলাম । যেমন এবারের পোস্ট পয়লা ফেব্রুয়ারিতে না করে করা হচ্ছে ২১শে ফেব্রুয়ারি ... ভাষা দিবসকে ছোঁয়ার লোভও অবশ্য কাজ করেছে তার সঙ্গে । এর ফলে আমরা একটা ব্যাপার প্রতিষ্ঠা করতে চাইলাম ... 'বাক' যে কোনো অভ্যাসের বাইরে থাকতে চায় , এমনকি নিজেকেও সে কারো অভ্যাসের সীমায় চায় না । ... তাই একটা বিরতির পর আজ রাত বারোটার পর আসছে 'বাক ৬৭ ' ।

    উল্লাস !!!!

    প্রতিটি বিভাগ নিয়ে আলোচনা জমে উঠুক প্রতিবারের মতো ।

    ReplyDelete
  2. OVINANDAN! BANGLA BHASA-R JONYO AMRA GORBITO. BAK-ER JONYO AMRA KROMOSO SLAGHA BODH KORTE SURU KORECHI.-Prashanta GuhaMajumder

    ReplyDelete
  3. ONLINE A MAG PARAR OBHYAS 'BAAK' E TOIRI KORE DILO...EKTI KAGOJE-CHHAPA SAHITYA POTRIKA THEKE JA JA PAOYA UCHIT TAR SABGULI AKHANE PAI...KEBAL BIGYAPAN BAD DIYE...SETA NA THAKEI BODHHAY POTRIKA VALO THAKE....AAR BACHHAI KHUB SUNDAR...

    ReplyDelete
  4. এ মাসের কবি হিসেবে স্বপন রায়ের নির্বাচন আমাকে সবচেয়ে খুশী করেছে। ওর কবিতাগুলোই পড়া হল শুধু। বরাবরের মত এখানেও স্বপন অসাধারন।

    ReplyDelete
  5. বারীন ঘোষালThursday, February 21, 2013

    কবিতার পাতায় চোখ গেল চোখ গেল। কিন্তু অনুপম, তোমার মাস-মাইনে অনিয়মত দিনে হলে কেমন লাগবে ? আমারও তেমন লেগেছে দেরিতে।
    স্বপনের কবিতা প্রায় স্বপনে বানানো। একা। কবি সোচ্চার না। নিজেকে শোনাচ্ছে কবিতাগুলো। এই তো চাই। এটাই আত্মমগ্নতা। এটা কিন্তু ট্রান্স নয়। সচেতন নির্মাণ হচ্ছে। রামেন্দ্রসুন্দর সম্পর্কে কমেন্ট করা বাতুলতা হবে। রমিতকে ধন্যবাদ। আরো খুশি হয়েছে রমিতের বনায়নে বাশো পড়ে। কী সুন্দর গদ্য লেখে ও। যদি একটু রস ঢালতো, একটু রসায়ন, খানিকটা হিউমার, পাঠককে জড়িয়ে নেয়া, এই গদ্যই পাঠের প্রসাদগুণে চেটেপুটে খেতাম।
    দৃশ্যত বিভাগটা খুললো না। ঋতবীনা রাজর্ষির মূল উপন্যাসকান্ডের ডালপালা মনে হয়নি। দেবাঞ্জন -- কেবল শূন্যযাত্রা না করে কবিতাগ্রামে আরো কয়েকদিন থাকলে ভাল হতো। গল্পনা আমার মনে হয়েছে একটা গল্পই। অর্ক কি বলে ? কবিতাগুচ্ছ নিয়ে পরের বার। বদহজম না হয়।

    ReplyDelete
    Replies
    1. বারীনদা , 'বাক' যে আজ মাস-মাইনে হয়ে উঠেছে , এটাতেই আনন্দ :-D ... পরে এলে সরকারের দোষ , ব্যাংকের বদমায়েশি ।

      Delete
    2. Arka ChattopadhyaySaturday, February 23, 2013

      বারীন দা,

      'গল্পনা' নাম তোমার দেওয়া। তুমি তো জানোই যে এই নামের পেছনে না-গল্পের উস্কানি থাকলেও কল্পনার মত এক আদি অনন্ত বিষয়ও আছে। গল্পনা গল্প হোক না? ক্ষতি কি? 'গল্পনা' নিয়ে আমার কোনো ম্যানিফেস্টো নেই। বিভিন্ন ধরনের লেখা আসছে আর আমি শুধু ওই বিভিন্নকে ধারণ করতে চাইছি। আগামী কয়েকটি সংখ্যায় এই বিভাগে তুমি পূর্ণ বৃত্তের গল্প এবং পুরোপুরি বৃত্তহীন টেক্সট দুই-ই পাবে। আমি কাউকে বেঁধে দিতে চাই না, এইটুকুই।

      আমি অলোকপর্নার এই লেখাতে সক্রিয় এক স্থবিরতা পেয়েছি। সক্রিয়তা যদি এক ধরনের না হয় তবে সেই না-য়ের ছুরি যেথায় ঢোকে তা হ্যা-এর ক্ষত [এই মেটাফরটা ধার নিলাম বেকেটের থেকে].

      হ্যা আর না-এর মধ্যে বিস্তর কোনো ফারাক বোধ হয় থাকে না। ইউলিসিসের শেষে মলি শুধু হ্যা বলেছিল, জয়েস বলেছিলেন হ্যা ধ্বনিগতভাবে ইংরেজি ভাষার সব চেয়ে মৃদু শব্দগুলোর ভিতর একটা। আমার মনে হয় হ্যা শব্দের ওই মৃদুমন্দ ভাব এক ধরনের না যা হ্যা-এর ভেতর সেধিয়ে গেছে। তাই গল্পনাও গল্প-হ্যা।!


      মাঝে শুধু থাকে আড়াল বা দেয়াল!

      Delete
    3. বারীন দা, তোমার কমেন্ট আমি এই দেখলাম-- আসলে কিছুদিন পরে অনলাইন হলাম, বাকও আজ প্রায় পুরোটাই এক নিঃশ্বাসে পড়লাম----------
      ভীষন ভালো লাগল বারীন দার কমেন্ট পেয়ে , আসলে তোমাদের হাত ধরেই তো আমাদের সেই সংঘবদ্ধ কুয়াশার দিকে যাওয়া, হাওয়া থেকে মৌলিক তুলে দেখা-----:)-তাই আমরা নতুন প্রজন্মরা সবাই প্রত্যাশা করি তোমাদের ভালোলাগা খারাপলাগা গুলো শোনার

      আলোক সরকারের কবিতায় কোনোদিনই আমি স্নান খুঁজিনি কারন তাতে শুকিয়ে যাওয়ার ভয় থাকে, প্রথম দিন থেকেই ভিজে জবজবে থাকতে চেয়েছি ওনার কবিতায় তাই আমার ন্যাড়া ছাদে আলোক সরকারের কবিতা সেই ফুটো মেঘের মত যা আশ্চর্য জলজ করে রাখে কবিতার এই ছাত্রনিবাস- অসাধারন একটা কবিতা

      প্রবীর দার কবিতাও কিছুনা বলে কখন যে একটা গল্পভর্তি স্বপ্নবিক্রেতার চিঠি লিখে পকেটে রেখে যায়---কে জানে! এক সাথে প্রবীরদার এত ভালভাল লেখা পেয়ে বাক সমৃদ্ধ নিঃসন্দেহে—

      সমীর দা,বারীন দা, ধীমান দা, অনুপম, অনিন্দিতা, হাসান, মিতুল দি, শিমন, পলাশ এক একজনের কাছে যেন এক একটা বাক্যের খোঁজে ফিরে আসা; মাঝে মাঝে এত শব্দের ভেতর দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হয় যেন একটাই জানলা আর এতগুলো শিক ধরে আমরা পুঁতে চলেছি বর্যা থেকে বসন্ত,কিছুতেই যেন এ বাড়ি ছাড়ব না, জল খেতে লাফ দেব কবিতার গল্পে-----
      সৌভিক দা এর “মানুষের মধ্যে বাস করে এক গোত্রচ্যুত কাক” জায়গাটা বেশ লাগল; এছাড়াও বাকি কবিতাও যেন মাঝে মাঝেই জমাট নাটকের স্টেজ ঘুরে গেল অন্য আলো হয়ে---কিঙ্কিনী, কিরিটি আর মন্দাক্রান্তা দির কবিতাও বেশ লাগল...
      স্বপন দার কবিতা সম্পর্কে কি বলব? সে তো নিজস্ব ভাষা পেরিয়ে জিভেতে রেখেছে পৃথিবীর অন্যভাষা; সেখানে মাইলের পর মাইল পেরিয়ে কবিতা সেই সামান্য বাতাস যে বার বার বলছে এসো , বসো আমাকেই নাও

      মলয় দার অনুবাদ বিভাগে এবার নাগার্জুনকে নিয়ে অনুবাদ কবিতাটা খুবই ভালো লাগল—বিশেষ করে অনুবাদে প্রকৃত কবিতার সরাসরি অনুকৃতির ভেতরেও কোথাও কোথাও কবির নিজস্ব পৃষ্ঠা উড়ে এসে পড়েছে, যা বেশ ভালো লেগেছে...
      সার্চ করছে দেবাঞ্জন আর ঋতবীনাও দরজা খোলা বলে আরও কিছুটা ভেতরে ঢুকে এল আরও কিছুটা ভরাটে
      দৃশ্যত বিভাগ বরাবরের মত নতুন বরাবরের মত রীল সংগ্রহ করে রেখেছে সুক্ষতার

      বাক এগিয়ে চলুক, খুব নিচু দিয়ে শব্দ করে
      অথবা খুব উঁচু দিয়ে
      আমরাও বলি আমাকে নাও, আমাকে নাও

      Delete
  6. Kobi Somnath Dey'r lekha Sepia....osadharon !! Duronto hoyechhe kobita ti....onek onek shubhechha !!

    ReplyDelete
  7. বাক ভাষা দিবসে এলো!অনুপমকে ধন্যবাদ!ভালো লাগলো রমিতের পরিশ্রম!রামেন্দ্রসুন্দর,এক অপরিহার্য কবি!সব্যসাচীর আলোচনা অনুপমের কবিতার বই 'অনুপম শতাংশ' নিয়ে আটকে রাখলো!আর কবিতা!!এতো ভাষার উৎসব! স্বপন রায়

    ReplyDelete
  8. প্রিয় অনুপম
    বাক-অসাধারণ হচ্ছে একথা নতুন করে বলার আর কোনো মানে হয় না । খুবই মন কেড়ে নেওয়া কাজ। স্বপনের কবিতা ফাটাফাটি ।ওর কবিতা মন ভাল করে দিলো ।আজ আর কিছু পড়ব না । বাকিটা অন্যদিন ।।.............
    ধীমানদা

    ReplyDelete
  9. hi,67th post dekhlam.dhimandar kabita amar khub prio.

    ReplyDelete
  10. Swapan daa-r lekhaa compose korte giye ekTaa bhul hoye jaay... "Barshhaamaner Tokaa-2"-te "uday" chhilo. oTaa "udar" hoye gyachhe.
    aar khub sambhabata image toirir samay "Angshaalubataa-6" lekhaaTite "maammaam rang pencil" o "sheet bhar hoye roilo" ei duTi Tukro-r madhyekaar anibaarja space-Ti baad porhe jaay... aamraa duhkhita

    --- Nilabja

    ReplyDelete
  11. বারীন ঘোষালFriday, February 22, 2013

    সব্যসাচী -- পাঠম্যানিয়ার পেরিস্কোপ-এর লেন্সটা পরিস্কার কর। তোর লেখায় টেক্সট দিচ্ছিস বই থেকে কিন্তু তার কোয়ালিটি আবছা হয়ে যাচ্ছে। বইটা নিয়ে তেমন কিছু না বলে শুধু কবিতা তুলে ধরছিস। দ্বিধা হচ্ছে মন খুলতে ?

    এবার মূল পাতার কবিতায়। আলোক সরকার আর সমীরদা'র কবিতা নিয়ে কিছু বলার অধিকার নেই আমার। ওনারা এসবের অনেক ঊর্ধে। প্রবীর আর ধীমানের কবিতা খুব ভাল লেগেছে। অনীককে এই প্রথম পেলাম বাক-এ। আমার লজ্জা করছে কিন্তু আমি মাদারচোদ নই হে। অনুপমের কবিতাটা বেশ ভাল, তবে ওটি শয়তানের হাতে মারা গেছে কবিতাটির শিরোনামেই। অতনু ভাল লিখেছে আর হাসান। এই তরুণটিকে তোমরা লক্ষ্যে রেখো। এর মধ্যেই তার দখল অসাধারণ। সব্যসাচীর অভিনব কবিতাটি আসলে ডায়াক্রোনিক ভাষায় লেখা একটি প্রাচীন কবিতা মদ নতুন বোতলে। একে বলে নব-প্যাকেজিং । সব্য কি বলে শোনা যাক। এছাড়া সবাই কেউ লিরিকস, কেউ গপ্পো, কেউ উপলব্ধি লিখেছেন কবিতার প্রায়। খারাপ কি ?

    ReplyDelete
    Replies
    1. Han dada amar prothom boi te piyom abodhi angshota poRe apni Paresh Mondol er katha janiyechilen , jodio ami oi prachin kobita gulo akhono porjonto sporsho kore uthte pari ni , ami sandhane achi , apni apnar dirgho kobita abhiggotar sei path chalay ei kaaj onyo somoy dekhechen , tabe amake bhabay , ami jokhon science e bubbles joler tala diye othar somoy tar ayton bridhhi moharatri r Ra er modhyo diye tule dhori , jekhane gota kobita ti ekti glass er akar nay , ekhane chap mukti r prosongo ase , ei kaaj gulo sob somoy hoy na , hothath mone hoy , ei chinta ke ei bhabe sorasori chobi te ana jay ...

      Apnar porjobekhhon i amader prapti , e bishoye apni kichu janan...

      Delete
  12. ANINDITA GUPTA ROYFriday, February 22, 2013

    ASADHARA,,,AS USUAL....EI BAR DEKHLAM KOBIDER ALPHABETICALLY REKHECHHO...AMI EKBAR BOLECHHILAM TOMAY JE ERAKAM KORTE PARO...DILIP FOJDAR SHUDHU HASAN RUBAYET ER PORE CHOLE GECHHEN....ETA BHUL DHORA NOY KINTU...OI MEYE KE SAJIYE DIYE EXTRA POEDER JHERE DEOAR MATO JATE PERFECT HOY...TAI BOLA...KARON KABITA BIVAG TI AMAR SOBCHEYE PRIYO...AR EBARO TRIPTO...AMAR ATYANTO PRIYO KOBI SWAPAN DA KE PEYE APLUTO...DHONYOBAD...RAMIT ER LEKHA O KHUB BHALO LAGLO...RAJARSHI PORCHHI...BAKI TA ROYE SOYE....VASHADIBOSE ER THEKE BORO PRAPTI AR KI I BA HOTE PARTO...AVINANDAN ANUPAM O SAMPURNO TEAM KE...

    ReplyDelete
  13. বারীন ঘোষালSaturday, February 23, 2013

    সব্যসাচী, মাথা মেজাজ ওপেন এন্ডেড না হলেই ভুল বোঝাবুঝির শুরু হয়। আমি পরেশ মন্ডলের অভ্যাসের দিকে তাকাইনি। অসচারচর নতুন ফর্মে প্রাচীন কবিতা বলতে বলেছি ভাষার প্রাচীনতা। ওটি মাইকেল পরবর্তী সরাসরি হাংরি ঘটিত। সেই অর্থে প্রাচীন। প্রেসার কমে গেলে যে বুদবুদও বৃহত্তর আকার নেয়, এটা আমি যেদিন জেনেছি তখন তুমি জন্মাওনি। সেই প্রিন্সিপলটা তোমার কবিতার আকারে ফুটেছে ইনভার্স হয়ে, কিন্তু ভাষায় সেই রিভার্সালের চিহ্ন নেই। তোমার কবিতার প্রতিবেদন আগামীর বাহক নয়। আর, এটা মাত্র একজন পাঠকের কথা। আরো তো হাজার পাঠক আছেন তোমার। তাই ইগিনোর কর।

    ReplyDelete
    Replies
    1. Na na dada amar bodh hoy bujhte bhul hoyeche , apni kintu kokhonoi bhabben na apnake ami onyo bhabe kichu bolechi, akhon bishoyta porishkar , Ar apnake ignore kora e kibhabe sombhob!

      Delete
  14. asadharon.abarer baak "bonus"dilo.porikalpana o lekhalekhi valolaglo.avijit dasgupta

    ReplyDelete
  15. ami tahole ektu kharap kharap boli...

    ReplyDelete
  16. bhasa dibosh er baak... kintu jhnaj koi go??? ekta duto moment (poro kobita) chara jhnaj e nei...
    Alokporna'r golpo ta khasa hoyeche... hebby hoyeche...
    anik rudra'r kobitatir(?) orthoheen chitkar boro amod day... avijit dasgupta - keu kotha rakheni jokhon tokhon rakhbeo na... bhalo lageni akebarei kobita ti... kiriti sengupta ar kinkini toiri hocche akhono... mondakranta sen ar mitul dutta dujoner lekhai !@#&^*><%)(#<%^&!@(*^&(@)&^*@&%^&$... Sandipan Das mone porie day sajal bandyopadhyay er kotha... supriyo... babu kon grame sararat radio te baul gaan hoy bolto?? tui suntei paris onek dur theke asa baul gaan er sur, jeta radio te sonar moto lagtei pare... baniye baniye gram likhis na... ar sabyasachi... o jeno jahar sen majumder meets paresh mandal meets amader somoy (in a retro way)... rag koro na sabyasachi...


    uufff ei post ta likhe ami jeno khnaray shaan debar awaz sunte pacchi...

    Somtirtha Nandi

    ReplyDelete
    Replies
    1. gramer kotha baniye baniye lekha noi...ami bolechi radio te baul ganer kotha...amar khoub choto belai amar baba sara rat radio chaliye ghumiye jeto...t.v chilona...gramer barite sudhu radio oi sombol...tokhon radio te baul er programe hoto...besir vag e lalon er gan...oi gam gulo ami kokhono majh rat e ba kokhono vorer dike ghum vangle suntan...seta thekei amar ekta dharona jonmo niyechilo j sararat bujhi radio te baul gan hoi...

      Delete
    2. Apnake onek dhonyobaad...Somtirtha Nandi ....

      Delete
    3. Somtirtha , Jah ete rager ki holo , besh to bhaloi lagche ... Aro alochona hok...

      Delete
    4. dekhun supriya babu, prothomei ekta chtto bhul sonsodhon kore ni... apnake amar surutei tui tokari kora uchit hoyni... asole ami amar porichito arek supriya ke bhebechilam... orom bhabe bolar jonye sorry... rag korben na... ami janina apni kothay thakten kimba sekhane radio te ki gaan hoto na hoto... apni je rater por rat radio sonar kotha bolchen ekta aboho toirir jonye... aki rokom bhabe ami o to after all mofosswal ei boro hoyechi... ami o rater por rat radio sunechi dadur chaliye rakha... kintu radiote je programs hoto segulo kolkata/karshiang theke chalano hoto... dhorun 1990-91 (smriti ache jokhon theke) amar khub e rare mone pore baul gaan sonar kotha... tao rate... ami obosyo bangladesh er radio broadcast er kotha bolte parbona... sekhane thaktei pare... asole ei smriti gulo apnar motoi amar o atotai sposto je... hothat kore ektu emotional hoey porechilam... mone korben na kichu...

      Delete
    5. ami apnar kothate kichu mone korini...r tui, tokari tei ami beshi swabhabik...asole ami bollam na j ei bisoi ta purotai amar ekta dharona...ami apnake kon channel ba kokhon kon onusthan sevabe bolte parbo na...kintu baul gan hoto etuku mone ache...r tar thekei amar dharona jonmechilo j sararat e bujhi oi program hoi...

      Delete
  17. ritobinar surutei je quote ta ache... i'm not sure seta original v for vendetta (graphic novel) e chilo kina. sure hote parchina karon ei muhurte hater kache boita nei... steve moore er ta novel adaptation chilo to make the film, je film take abar Alan Moore mane V for Vendetta -r asol lekhok osweekar korechilen...

    Somtirtha

    ReplyDelete
  18. Comp kharap mobile e kono lekhai porte parchi na (purono mobile) comments gulo porlam...comments gulo porlam... baindar comment pore sabyasachir lekha porte khub ichhe korche...sabyasachir comment pore aro beshi lobh hochhe lekhata porar... baker sobaike amar bhasha dibosher avinandan...swapandar lekha gulo kobe je porte pabo... beyara technology

    ReplyDelete
    Replies
    1. Tui taratari amar baRi ay , sob poRte parbi...

      Delete
    2. porlam bhai amar mote eta amar ejabot kale pora sera lekha... chorom bhashar proyog amake mugdho koreche... kothay bhashie nie geche jeno... amar mone hoy ei lekhata ebarer bake ek duronto abishkar

      Delete
  19. বাক-এ লেখা আমার জন্য স্বপ্ন পূরণের মতো; সেই মধ্য কিশোর থেকেই কবিতা আমাকে ভাসিয়ে দিত, বুঝতাম না কিছুই,এখনো বুঝিনা এবং বুঝতেও চাইনা; কবিতা আমার কাছে সেই তালপুকুরের মতো যার কাজলকালো জলের গভীরে একটি নাম না জানা হীরামন পাখি আছে রাজকন্যের প্রাণ হয়ে; প্রাণ কী ? এই প্রশ্ন নিয়ে জীব বিজ্ঞানীরা খেঁটে মরুক আমার তাতে কী আসে যায় ... আমি কেবল প্রাণের যাপনকেই অনুভব করি
    ফেসবুকে প্রথম আমার নজরে আসে বাক, অন্য কোন বন্ধুর দেয়ালে, কবিতা পড়ি; কী অনন্য ভাষাভঙ্গি ! প্রথাগত ব্যকরণকাঠামো ভেঙে ভেঙে তৈরী করা হচ্ছে অদেখা syntax ... যেনো সমস্ত কিছুতেই প্রাণ প্রতিষ্ঠার ষড়যন্ত্র , শব্দ কেবল শব্দ থাকছেনা, এক অচেনা কাঠামোয় গড়ে তুলছে বোধের ভিন্ন জগৎ। শকড হয়ে যাই এসব দেখে ...
    এবং তখন থেকেই বাক আমার দ্রোণাচার্যের ভূমিকায় আর আমি সেই একলব্য;বার দুয়েক লেখা পাঠিয়েছিলাম বাক-এ কিন্তু লেখা পোস্ট করা হয়নি; আর তখন থেকেই সম্পাদকের উপর আমার শ্রদ্ধা বেড়ে গিয়েছিল, যিনি শুধু ভালো লেখা চান কেবল বন্ধুকৃত্য করেন না তিনিই প্রকৃত সম্পাদক, বাংলা কবিতার দায় এমন কারো উপর ছেড়ে দেয়াই যায়...
    এ্যাতো প্রিয় কবিতা এখানে যে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছি; আমার প্রিয় কবি বারীন দা' স্বপন দা' প্রবীর দা' just অসাধারণ ... এই মাসের কবিকে আমার স্যালুট... যাদের লেখা আমি এই বাংলাদেশে সহজেই পেতে পারিনা , আমার করিডোর জুড়ে যাঁদের সারাক্ষণ আনাগোনা তাঁদের এতগুলো কবিতা এক সঙ্গে পাওয়া আমার জন্য সৌভাগ্য ... তবে বাক যখন নেশা, প্রতিদিন সকালের কাগজ না পেলে যেমন মাথা বিগড়ে যায় ঠিক তেমনি প্রতি মাসের শুরুয়াত যদি বাক-এর সাথে না হয় তবে উদ্ভ্রান্ত লাগে কিছুটা... সম্পাদক ভেবে দেখবেন আশা করি...

    ReplyDelete
  20. বারীনদার পাঠ-প্রতিক্রিয়া নিয়ে কিছু বলা যাবে না। এই লোকটি এখনও পড়েন। বলা বাহুল্য,মন দিয়ে পড়েন। সত্যি এবারের ঋতবীনা মূল উপন্যাসকান্ডের ডালপালা নয়। কিন্তু ওই ঘরে শুয়ে স্বপ্নটা সত্যি। জাদু-বাস্তবতা ছাড়াই সত্যি।
    সোম, উক্তিটা Steve Moore -র।
    একজনের সব কবিতা একসাথে কী করে ভাল লাগতে পারে, জানা নেই।
    জয়তু বাক।

    ReplyDelete
  21. স্বপন রায় এ মাসের কবি। যথার্থ নির্বাচন। আমি এই কবি সম্পর্কে লিখেছিলাম বাংলা ভাষায় পোস্ট নিও-রোম্যান্টিক কবিতা বোধ হয় স্বপন-ই লিখেছেন। নতুন কবিতার থেকে, যেমন সম্পাদক (বিভাগীয়?) লিখেছেন, কবিতার নতুনের পরীক্ষা নিরীক্ষায় স্বপন নিজেকে চর্চিত রেখেছেন।

    "ব্রিজ আমায় নিলো না, শুকনো বলে
    পায়ে অশোক বলে?"

    আহা! একদিন পায়ে পায়ে নিয়ে যদি আবার হারাতে পারি লাভার জঙ্গলে!

    ReplyDelete
    Replies
    1. hyaN, Rajarshi daa, bibhaageeya... :)
      thank you


      --- Nilabja

      Delete