বাক্ বাংলা কবিতার প্রথম ব্লগজিন । বাক্ বাংলা কবিতার মুক্ত অবস্থান । ব্যক্তিগত পছন্দের সীমানা এবং বাজারের বাইরে আকাঙ্ক্ষা ও প্রভার সন্ধান
তার ঘোষিত ব্রত । পাঠ্য ও অপাঠ্যর মধ্যবর্তীটি ছাড়া কোনো ভেদরেখাই
মান্য নয় । কথা বলুন 8436419575 , লেখা পাঠান : anupam_gtl@yahoo.co.in এবং konnagar : ghatal : paschim medinipur 721212, west bengal, India । লেখা পাঠান 'অভ্র'-তে টাইপ করে ওয়ার্ড ফাইলে । পি ডি এফ ফাইল আমন্ত্রিত লেখা ছাড়া গ্রাহ্য হবে না । অনুগ্রহ করে ফেসবুক বা আন্তর্জালে প্রকাশিত লেখা পাঠাবেন না ।
বাকের এই পোস্টে 'এই মাসের কবি' হলেন ... নবেন্দু বিকাশ রায় । কবিতাগুলো পড়ুন এবং ... সিগারেটটা নেই । বিশ্বাস করুন ... কোনো সিগারেট এই বিভাগে নেই । ashtray-টাও ... নেই !
শম্ভু রক্ষিত ... হারানো কবিতাগুলো রমিতের জানালায় । তাঁর অসামান্য সব কবিতা রমিত দে তুলে এনেছে আপনাদের জন্য । ধন্যবাদ দেওয়ার আগে কবিতাগুলো পড়ে নেওয়া জরুরি । শম্ভু রক্ষিত ... বাংলা কবিতার এই একগুঁয়ে যোদ্ধাকে আমাদের এটুকুই প্রণাম ।
এবার বাকের 'দৃশ্যত' বিভাগ জমে গেছে । বাংলার অগ্রগন্য শিল্পীদের আঁকা ১২টি দুরন্ত ছবি । তুরন্ত দেখে নিন । অবশ্য ফুরিয়ে যাবে না ।
'পাঠম্যানিয়ার পেরিস্কোপে' থাকছে অতনু বন্দ্যোপাধ্যায়ের 'নেশাতুর অ্যাভিস কোলন' নিয়ে সব্যসাচী হাজরার আলোচনা । সব্যসাচীর আলোচনা ক্রমেই যে পাঠকের প্রিয় হয়ে উঠছে , আমরা বুঝতে পারছি ।
এবার 'গল্পনা' বিভাগে রাখা হচ্ছে সৌমিত্র সেনগুপ্ত-র টেক্সট ... 'স্রোত' । পিকাসো এবং রেমব্রান্টকে না জানিয়ে তাঁদের মিউজদের ছবি আমরা নিয়ে নিয়েছি । আশা করি কোনো সমস্যা হবে না ।
থাকছে দেবরাজ চক্রবর্তীর সাক্ষাৎকার ... শুনুন এই তরুণ কবি কী বললেন আমাদের ।
একটা সময় শুনতে হত শূন্য দশকের কবিরা গদ্য লিখতে পারে কিনা ... এখন সেই সংশয়ের সুযোগ আর থাকছে না … ইন্দ্রনীল ঘোষ , নবেন্দু বিকাশ রায় ... এরা তো সুন্দর কাজ করছে বাকের জন্য ইতোমধ্যেই । তার পর ... রমিত দে । ও বাকের এই পোস্টে একটি গদ্য দিয়েছে । গদ্যটি অসাধারণ বললেও কম বলা হয় । আমি মুগ্ধ হয়েছি । গর্বিত হয়েছি আমার সমবয়সী একজন এটা লিখতে পারল । ... এবার আপনারাও পড়ে দেখুন ... বাকের 'কবিতা বিষয়ক গদ্য' বিভাগে রমিত দে-র এই গদ্য ।
এবং ... ইন্দ্রনীল ঘোষ ও রাজর্ষি চট্টোপাধ্যায় ... তাঁদের নিজের নিজের ধারাবাহিক বিভাগে ...
rishi sourak ke prothome rakhay baak ke dhonyobad, notun lekha or kachei pelam... baki der modhye arun pathok er prothom lekhati bhalo... niladri da jebhabe chnoy seta amr chena, ami bhalobasi niladri dar ei adorta... subir sarkar akhono tnar mriidu uccharone magic koren...
koekti kobita jamon SOUROCK O ULKAr lekha porlam....souroker word suffling bhalo laglo or ei ghoranar lekha amar porichito age or lekha porechi...ulka tulonay bolistho o prochhonno porivasar...ar porlam RAMIT-er SOMBHU RAKHHIT er kobita nie ekti onoboddyo lekha....
এটা কিন্তু ঠিক হল না অনুপম। সৌরক ওপরে আর উল্কা নিচে কেন ? আমি যতদূর জানি উল্কা ওপরে আর সৌরক নিচে থাকছে। উল্কা, তুই এটা মেনে নিয়েছিস ? লিখিসনি তো কিছু !
অনুপমের 'বিড়াল' আর রাজর্ষির 'বেড়াল'-- দুটোই সম্ভবত বাঙালি ক্যাট ; অনুপমেরটা গ্রামের আর রাজর্ষিরটা শহরের । ইউরোপে যে ক্যাট দেখেছি সেগুলো বিড়াল/বেড়ালদের মতো দেখতে নয় কিন্তু ; তারা বেশ বড়, রঙও নানারকম : কালো কুচকুচে, বাদামি, লোমে চোখঢাকা ইত্যাদি -- মনে হয়নি কারোর পোষা । ওদের চিড়িয়াখানায় দেখেছি সাহারার ডেজার্ট ক্যাট, অত্যন্ত ছোটো মাপের, যারা জল না খেয়ে থাকতে পারে, পোকা-মাকড় খায় । থাইল্যান্ডের রেড জোনে দেখেছি সম্পূর্ণ ভিন্ন বিড়াল/বেড়াল ; সেগুলোর মুখের আর কানের রঙ চকোলেট , প্রায়-নগ্ন যৌনকর্মীরা চামড়ার বেল্টে বেঁধে খদ্দের ধরতে নেমেছেন পথে ।অ্যানিমাল প্ল্যানেটে দেখি বিগেস্ট ক্যাটস অব ইনডিয়া বলতে বোঝায় সুন্দরবনের বাঘ। ইউরোপীয় কবিদের রচনায় যখন ক্যাট প্রসঙ্গ আসে তখন কি ওদের বিড়াল/বেড়াল ভাসবে চোখের সামনে ? আফ্রিকার ক্যাট, থাইল্যান্ড-ভিয়েতনামের-চিনের ক্যাট নিয়ে লেখা ওই দেশের কবিদের কবিতায় ? নাকি অনুপমের বিড়াল অথবা রাজর্ষির বেড়াল ? সব ক্যাটই বোধহয় পাঠকের ক্যাট ; কবির ক্যাট নয় !
আমার 'বিড়াল' আসলে গ্রামের নয় মলয়দা । গ্রামের লোকের মুখে ওটা 'ব্যাড়াল' ... পশ্চিম মেদিনীপুরের গ্রামে ওই উচ্চারণ প্রচলিত । আমারটা আসলে মফঃসলের cat ... গ্রাম এবং শহর দুটো জায়গাতেই তার সহজ যাওয়া-আসা ...
আমার ঠাকুমা, আদি কলকাতার পটলডাঙার মেয়ে, বলতেন 'বেরাল' । আমার বড়োজ্যাঠামশায়ও বলতেন 'বেরাল' । ব্রাহ্ম স্কুলে কুশিক্ষার ফলে আমি ওই প্রাণীটাকে আমার কথায় আর লেখায় 'বেড়াল' করে ফেলেছি । ঠাকুমা আর বড়োজ্যাঠা এই সুযোগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ; মর্ত্যে আমাদের অবস্হা আপনাদের বেরালের মতন, দুরছাই আক্রান্ত ।
ehe abar kore porte gie ar ekjon ke abishkar korlam... dukkhito prothome baak er dwitiyo lekhatao sourak er bhabay... ami asole onyo hyaal nie porte porte mone kori... asole kobitatar naam 'lets be an... Ulka'... ei bhuler jonye dukkhito... Ulka ek osamnyo kobita lekhoker naam tahole???
amanda ke mone hoy duul porleo khub bhalo lage... ontoto kobita ta pore tai mone holo... :P
বাকের পাতায় আজ যা ঘটল , আমার অনুরোধ তা মনে রাখবেন না । কবিরা যে দেবতা নন , আমরা সকলেই জানি ।
বাকের comments section-কে monitor করার কথা আমি আগে ভেবেছিলাম । ভেবেছিলাম আমি অনুমোদন করার পর কোনো কমেন্ট বাকে স্থান পাবে । বারীনদা , এবং বাকের সম্পাদকমন্ডলীর আপত্তিতে তা আর করিনি । কারন তাহলে অনেকেই বিরক্ত হতে পারতেন । সিনিয়রদের কমেন্ট হয়ত আসত না । যুক্তিটা আমি মেনে নিয়েছিলাম ।
শুধু এটুকু বলছি , আলোচনা কবিতাতেই সীমাবদ্ধ থাকুক , কবি অবধি যেন না পৌঁছয় । কোনো ব্যক্তিগত আক্রমনের জন্য pleaaaaase বাককে ব্যবহার করবেন না । বাক শুধু কবিতার অস্ত্র হয়ে থাক । কারো বেদনার কারণ সে যেন না হয় ।
আজকের পুরো ঘটনার জন্য সৌমিত্র সেনগুপ্তর কাছে আমি বাকের পক্ষ থেকে লজ্জা প্রকাশ করলাম । আর ... উনি তো বাকেরই একজন । এবারের 'গল্পনা' বিভাগ নিশ্চয়ই আপনারা দেখেছেন ।
নবেন্দু বিকাশ রায় ... এবারের 'এই মাসের কবি' বিভাগে ওর কবিতাগুলো একজন পাঠক হিসেবে পড়লাম আজ , সম্পাদকের আড়াল ভুলে কিছু লিখতে ইচ্ছে করল । কী অসাধারণ সব কবিতা !
বাংলা ভাষাটায় লিরিক বড়ো সহজে আসে । তাই ... লিরিক লেখা বড্ড কঠিন কাজ । সেটা আবার করতে হয় অনায়াসে । 'রেডিও'-র আগে যে কবি 'প্রফুল্ল' বসাতে পারে , 'বল'-এর আগে 'টসটসে' ... তাকে সেলাম জানাতেই হয় ।
'ব্লেডের ফাঁকা অংশটার ছাঁচে লিংগ তৈরি হচ্ছে' ... কেয়াবাত !
নবেন্দুর একজন আত্মীয় আছে বাংলা কবিতায় ... সে ইন্দ্রনীল ঘোষ । একজন পূর্বপুরুষ ... স্বপন রায় । কিন্তু কী যায় আসে ?
নিজের কাজের ঘরে নবেন্দু একা কাজ করছে ... আপনারা উঁকি দিয়ে দেখুন !
alada alada naam to ache prabir da... tumi kon naam er kotha bolcho??? ar naam ta ki sotti dorkaar?? ekta kobita dhoro... se to bishal... tar to sima porisima nei... ebar tomar mone hoy na naam dile kobita ta kothay ekta jeno bnadha pore jacche... mane tumi hoyto ekta kobiat ke identify korte chaicho naam die... kintu sei identification ta ki khub dorkaar??? tumi to jano amar prothom thekei naam nie ekta allergy ache... tomar ki mot?
Nam Na Thakleo Hoto.Tobe PREMER KOBITA markta na thakle kobitagulo anyo matra peye jeto. jai hok kobitagulo asadharon mone hoyechhe bolei amar ei bhabna.-----------------------------------------------------PRABIR ROY
exactly... pemer kobita... ekta naam just... athocho naam ta porlei ekta jinis amra jeno bhebe nicchi... jeta kobita ta theke hoyto alada... ei jonyei naam byapartai baje... ei to anupam o jane... naamkorone here jawa... :p
কবিতার নাম দেওয়া আমার কাছেও বেশ অস্বস্তিকর । মাল্টিডাইমেনশনাল কবিতার নাম কি আদৌ হয় ! তবু দিতে হয় । যেমন কানা ছেলের নাম পদ্মলোচন ।
অবশ্য কিছু কবিতার বইয়ের নাম দেখে বেদম মজা পাই । যেন কে কত চমকে দিতে পারে তার প্রতিযোগিতা চলছে । যাত্রামার্কা । যাত্রার সেই সব নাম হয় যেমন ... 'এক পয়সার মা' , 'এক রাতের বৌ' , 'উপরে ভগবান নীচে শয়তান' ... কবিতার বইগুলোর নামও অনেক সময় সেরকম হাস্যকর লাগে । এবং কোনো কবিতা অনুষ্ঠানে সেগুলোর প্রকাশ উপলক্ষে যখন একের পর এক নামগুলো বলা হয় ... হাসি চাপতে পারি না ।
তবে নবন্দু এখানে তার কবিতার নাম নিয়ে হয়ত মজা করেছে । ওটা irony । আমার সেটাই মনে হয় । যেমন ইন্দ্রনীল ঘোষ একবার তার কবিতার নাম রেখেছিল 'দুই বাংলার প্রেমের কবিতা' ।
সিরিয়াসলি, হেব্বি আনন্দ পেয়েছিলাম। একটা ভালো বিষয় উঠে এসেছে তাহলে। কবিতার নামকরণ। লক্ষ্য করে দেখেছি কবিরা তাদের কবিতার নামকরণ করেন এই এই ভাবে- ১, কবিতায় ব্যবহৃত শব্দবন্ধ আবার রিপিট করে( দ্রাঘিমাঃক্লাউন এভাবেই করা হয়েছিল), ২, কবিতার সামগ্রিক মুডকে তুলে ধরে এমন কিছু ফ্রেজ বাছাই বা উদ্ভাবন করে, ৩, র্যান্ডম ও কনটেক্সটহীন ব্যবহার। মোটামুটি এই তিন ধরণের প্রয়োগই এখন মাথায় আসছে। কবিতার যদি বিষয় থাকে তাহলে নামকরণের একটা মানে দাঁড়ায়। মাধ্যমিকে প্রশ্নও করা যায়। কিন্তু কবিতা যদি বিষয় থেকে বিষয়ান্তরে চলে যেতে চায় তাহলে নামকরণটা কেমন যেন কচ্ছপ হয়ে যায়। মনে করো, তুমি কবিতাটা পড়তে পড়তে চলে গ্যাছ বহুদূরে আর কবিতার নামখানা তোমায় রবীন্দ্রসদন মেট্রো থেকে ফোন করে বলছে," কোথায় আছো গেছোদাদা?" এভাবে কবিতা আর কবিতা নাম্নী মেয়েটির কখনোই দ্যাখা হয় না। তাহলে উপায় কি? কেউ কেউ আবার কবিতার নামকরণকে কবিতার একটা অংশ করে ফ্যালেন। যেমন, 'গোদার হলে যা যা বলতেন' এই নামকরণ কবিতার শুরুটা স্মুথ করে দিচ্ছে। একটু হয়ত মিসকোট করলাম, অনুপমদা। কিন্তু এই পদ্ধতির একটা অসুবিধা কবিতা নিজেই তৈরি করে, যদি নামকরণ কবিতায় ঢোকার চাবি হাতে ধরিয়ে দেয় তাহলে সেটা কবিতার ভেতরে থাকতেই পারতো। অসুবিধা কোথায়? বা ধরো কবিতার শেষে যদি কবিতার নামকরণ বলা হয় কখনো তাহলে তো আর ওই স্টান্ট এর প্রাসঙ্গিকতাই রইল না। সুতরাং কবিতার নামকরণ, এই সময়ে, একটা দিব্য ঘাঁটা ব্যাপার বলে মনে হয়। অথচ কবিতার নামকরণ তো একটা থাকেই। নামকরণ না থাকলে তো এইভাবে বলতে হবে,"সোম, তোর ওই উড়ন্ত জমির গল্পটা দারুণ লেগেছে আমার", বা "ঋষি সৌরকের ওই পোশাপুশি একটি দুরন্ত কবিতা"; ফলে নামকরণ নিয়ে অদ্ভুত চাপ কবিদের থাকেই। এই সিরিজ, যেটার থেকে আলোচনাটা এল, সেটা আমি প্রেমের কবিতা লিখবো বলেই ঠিক করেছিলাম। মানে একদম 'পে-রে-মে'র পদ্য। অস্তনির্জন পড়ে মুখ গোমড়া করে বলল, তুই নিশ্চয়ই কাউকে খুশী করার জন্য লিখেছিস? আরে হ্যাঁ, মাইরি,লিখবো না! মেয়েদের উদ্দেশ্য করে কবিতা লিখতে নেই নাকি! ছ্যা ছ্যা কবিজন্ম। মজার ব্যাপার হল, ৪ বা ৫টার পর দেখলাম কবিতাগুলো প্রেম থেকে ক্রমশ সরে আসছে। সেটা স্বাভাবিক। আমার সময়ের প্রেম তো আমার সময়ের মতোই কেন্দ্রহীন হবে। আমি কিন্তু আর নাম চেঞ্জ করলাম না। পরের কবিতাগুলো লেখার সময় শুধু ওই প্রেমের কবিতা এই constraint টা হঠিয়ে দেবার চেষ্টা চালালাম। ভাবলাম, পাঠক যখন পড়বেন তখন তাকে প্রথমেই আমি বায়াসড করে দিচ্ছি ঠিকই কিন্তু তারপরে আমার পুরো কবিতাটাই ওই বায়াসকে ডিনাই করার চেষ্টা চালাবে। ব্যাপারটা এরকমঃ Long live the King; the King is long dead. এটাই মোটামুটি করতে চেয়েছিলাম। তোমরা irony কথাটা বলে এই কথাগুলো সামনে আনার সুযোগ করে দিলে। ধন্যবাদ।
নবেন্দু, বেশ লাগল এটা। কিছু অংশ নিয়ে ফেবুতে পোস্ট দিচ্ছি, যদি কেউ আরও আলোচনায় আসতে চান। তুমি ও অন্যান্যরাও সেখানে টুকি দিলে জমে যাবে প্যারালালি... আপত্তি নেই তো? - উদয়ন
anupam... facebook e atleast ekhankar theke onek besi lok ei kothatar opor montobyo korte parbe... tai noy ki??? aro besi loker kache pnouchobe alochonata... i mean social network ke ekta nirdishto extent porjonto amra byabohar kortei pari... byabohrito na holei holo... jekono jiniser barabari hole tokhon seta bondho korar kotha bhaba jete pare... kintu barabari hobe ba hoteo pare... ei bhebe na jhnapano... eta ki thik??? ar koyekjon mustimeyo chara to onekei akhon social network use korchen tai na??? to lokjon thakle... sobrokom alochona sombhob hole sahityo keno noy??? tumi o to ekhane baak er tolay tomar facebook profile er link die rekhecho... contact er jonyei to??? baak aramdayok sthan nischoi... onek besi aramdayok... kintu facebook aro chorano byapar noy ki???
অনেক দিন পর এতগুলো interrogative mark দেখলাম সোমতীর্থ । কিন্তু আমি বোধহয় একটা নিরীহ প্রশ্ন করেছিলাম । আর বাকের হয়ে সেটা না করলেই অসঙ্গত হত । আমরা যারা বাককে ভালোবাসি , জানি আপনি আমাদের একজন , আমরা বাকের আলোচনার জায়গাটা জানি । এখানে কবিতা ছাপাটা বড়ো কথা নয় , কবিতা নিয়ে আলোচনাটাই মূল ব্যাপার ।
facebook আমি নিয়মিত করি । বাকের হয়ে ওখানে প্রচার চালাই । অস্বীকার করব কেন ? facebook আমার খুব প্রিয় জায়গা । বহু বন্ধু পেয়েছি ওখানে । একটা প্রিয় পাড়ার মতোই হয়ে উঠেছে আমার কাছে । ওখানে আমি নিজে অনেক সাহিত্যের আলোচনায় অংশ নিই । আলোচনা শুরুও করি ।
কিন্তু বাক্লের আলোচনা বাকের পাতায় হোক , বাকের ইতিহাস , যদি ইতিহাস শব্দটার স্পর্ধা ক্ষমা করেন সোমতীর্থ , সেই ইতিহাস যারা জানেন তাদের কেউ হয়তো চাইবেন না বাকের একটা আলোচনাত facebook-এ নিয়ে যাওয়া হোক ।
আর ... আমরা কবে থেকে বেশি লোককে শোনানোর জায়গা খুঁজতে শুরু করলাম ! বাক আর facebook-এর তুলনামূলক আলোচনা কেন ?
উদয়ন আমার আপত্তি রইল । বাকের পক্ষ থেকে । অবশ্য সেটা শোনার দায় তোমার নেই । আপত্তি না জানালে বাক আমাকে প্রশ্ন করবে । তাই আপতি ।
ami o kono bhabe tomake aghat die thakle dukkhito anupam... ami prosno tuli karon ami puro byapartake otyonto bhalobese dekhi... kintu ami baak er sompadok noi... kobider bondhujon... thik... kintu ayna hotei besi pochondo kori... ar amar ei kothagulokeo niriho na bhabar kono karon nei anupam... amar kothay sobai keomn jeno torker abhas pay... bodh hoy amar problem seta... communication gap... ami dekhchi ei sonkhay bodhhoy amar kora comment e sobcheye besi... bhalo legeche bolei... jai hok... kharap laga rekhona... sotti torko korini... ei topic gulo otyonto gurutyopurno mone hoy amar kache... mane ami jekhane jekhane boktobyo rekhechi... kobitar naamkoron... ba ei social networking er byabohaar... ar spordha ba itihas... se to tomar tahkbei anupam... tumi ekjon sompadok... amake khoma koro anupam... sotti ami baak er itihas na jenei montobyo korechilam...
ar bhul bujhona please... ami tulonamulok alochonay jaini kokhonoi... interrogative ar dot e duto chinho amar pochondo khub anupam... egulor byabohar ami ektu barabari bhabei kori hoyto...
আরে , আপনি তো আমাকে ইমোশনাল করে দিলেন । এত কিছু আমি ভাবিনি । আর ... এগুলো তো চলতেই থাকবে । এগুলোই তো জীবনের নুন ঝাল মশলা । না থাকলে বেঁচে থাকা বড়ো বেস্বাদ হয়ে যায় । বন্ধুদের মধ্যেই তো এগুলো বেশি করে হবে ।
Thik jevabe nabendu bollo ( ধরো কবিতার শেষে যদি কবিতার নামকরণ বলা হয় কখনো তাহলে তো আর ওই স্টান্ট এর প্রাসঙ্গিকতাই রইল না) eta nie amio vebechi... mane kobita ta ses hobar por du tinte aro line... jekhane ei kobitatar ki naam hote pare se nie kotha bola ache... onekta footnote gocher... oprasongik kichu kotha... jeta amar mone hoy aro ekta jinis kore... porpor duto kobitar modhye break toiri kora... series, seta jodi ekta idea ke nie ghore... sei idear monotony (jodio seta asa kamyo noy, tobu) evabe amar mone hoyechil khanikta kete jacche... ba je kono duto kobitar modhyeo ei break ta majhe majhe besh valo byapar mone hoyechilo amar...
baker jonno thanx .compt nije nije ghete ghute sekhar fale kichhutei participate korte parchhina tumi jadi amay on line pao tahole ektu bujhie dioto r ki bhalo thako.
১। নতুন সিগারেটের ব্র্যান্ড ২।ঝিলমিল ঝিলমিল মেয়েদের দল ৩।বাজার ৫।পরিচিতদের আবার দেখা ৬।মনের খবর ৭।কি যে ভুল করে যাচ্ছি ৮।কপি-পেস্ট ৯।মুখোশ ১০।অপরিচিত নারী
ইত্যাদি যা যা দেখি তার তথাকথিতভাবটাই যদি উঠে যায়...তাহলে...
নামকরণ প্রসঙ্গে নবেন্দু'র বক্তব্যের সঙ্গে একমত। নাম একটা দিতেই হবে,এটা আমাকেও নিরন্তর পীড়া দেয়। তবে কবিতাসিরিজের ক্ষেত্রে এ সমস্যা কিছুটা কম।একটা সিরিজের সবকটি কবিতাই একই কেন্দ্রে গ্রথিত থাকবে এটা ভালো পাঠক ভাবেন না। এই অসাধারণ 'প্রেমের কবিতা' সিরিজটি নিশচয়ই এখানেই শেষ নয়।এর দীর্ঘায়ু কামনা করছি...
এক মহাকাব্যিক কাজ করছে ইন্দ্রনীল। আমাদের সমসময়ে ও সমবয়সে এরকম দীর্ঘ ও ব্যাপ্তিময় কাজ একদমই সুলভ নয়।কত সহজ ফর্ম্যাটে কবিতার ভেতর ঘরের নানা আলোচনা সমালোচনা করে যাচ্ছে,তত্ত্ব আনছে,আবার তাকে নেগেট করছে। সবচেয়ে অনন্য যা তা হলো লেখাটির পাঠযোগ্যতা ,তার পাঠ আরাম কোথাও ক্ষুণ্ণ হচ্ছে না।
সূচীপত্র সম্পর্কে কিছু জানিয়ে দিই ।
ReplyDeleteবাকের এই পোস্টে 'এই মাসের কবি' হলেন ... নবেন্দু বিকাশ রায় । কবিতাগুলো পড়ুন এবং ... সিগারেটটা নেই । বিশ্বাস করুন ... কোনো সিগারেট এই বিভাগে নেই । ashtray-টাও ... নেই !
শম্ভু রক্ষিত ... হারানো কবিতাগুলো রমিতের জানালায় । তাঁর অসামান্য সব কবিতা রমিত দে তুলে এনেছে আপনাদের জন্য । ধন্যবাদ দেওয়ার আগে কবিতাগুলো পড়ে নেওয়া জরুরি । শম্ভু রক্ষিত ... বাংলা কবিতার এই একগুঁয়ে যোদ্ধাকে আমাদের এটুকুই প্রণাম ।
এবার বাকের 'দৃশ্যত' বিভাগ জমে গেছে । বাংলার অগ্রগন্য শিল্পীদের আঁকা ১২টি দুরন্ত ছবি । তুরন্ত দেখে নিন । অবশ্য ফুরিয়ে যাবে না ।
'পাঠম্যানিয়ার পেরিস্কোপে' থাকছে অতনু বন্দ্যোপাধ্যায়ের 'নেশাতুর অ্যাভিস কোলন' নিয়ে সব্যসাচী হাজরার আলোচনা । সব্যসাচীর আলোচনা ক্রমেই যে পাঠকের প্রিয় হয়ে উঠছে , আমরা বুঝতে পারছি ।
গিন্সবার্গের 'হাউল' ... মলয় রায়চৌধুরীর অনুবাদে এবারের বাকের বিশেষ আকর্ষন … হয়তো অনেকের কাছেই ।
এবার 'গল্পনা' বিভাগে রাখা হচ্ছে সৌমিত্র সেনগুপ্ত-র টেক্সট ... 'স্রোত' । পিকাসো এবং রেমব্রান্টকে না জানিয়ে তাঁদের মিউজদের ছবি আমরা নিয়ে নিয়েছি । আশা করি কোনো সমস্যা হবে না ।
থাকছে দেবরাজ চক্রবর্তীর সাক্ষাৎকার ... শুনুন এই তরুণ কবি কী বললেন আমাদের ।
একটা সময় শুনতে হত শূন্য দশকের কবিরা গদ্য লিখতে পারে কিনা ... এখন সেই সংশয়ের সুযোগ আর থাকছে না … ইন্দ্রনীল ঘোষ , নবেন্দু বিকাশ রায় ... এরা তো সুন্দর কাজ করছে বাকের জন্য ইতোমধ্যেই । তার পর ... রমিত দে । ও বাকের এই পোস্টে একটি গদ্য দিয়েছে । গদ্যটি অসাধারণ বললেও কম বলা হয় । আমি মুগ্ধ হয়েছি । গর্বিত হয়েছি আমার সমবয়সী একজন এটা লিখতে পারল । ... এবার আপনারাও পড়ে দেখুন ... বাকের 'কবিতা বিষয়ক গদ্য' বিভাগে রমিত দে-র এই গদ্য ।
এবং ... ইন্দ্রনীল ঘোষ ও রাজর্ষি চট্টোপাধ্যায় ... তাঁদের নিজের নিজের ধারাবাহিক বিভাগে ...
rishi sourock er lekha theke namte namte samir da... ek onyo uttoron...........ufffffffffffffffffffffff thaw hoye gechi......bhul......diving zone theke namkin hoye gelo mediniporer somosto rasta... omnir komkom aloy bhuliye dichhe bak... tui baba bole dakli kobe?
ReplyDeleteSamir Roychoudhuri-R Kabita aro parar aashay roilam |
Deleteভালো লাগলো। ‘বাক’বেশ বাঁক নিয়েছে। কবিতাগুলি মন্দ নয়। বেশ কিছু ভালো কবিতা পড়লাম। আগামীতেও পড়তে চাই।
ReplyDeleteKichhudin likhchhilamna, Ashik-er kobita porey amar abar likhtey ichhe holo...
ReplyDeleteporte shuru korlam...ei baak ta khub lobhoniyo!
ReplyDeletePriyo Anupam--Porhe fellam BAAK-er kabita-angsha.alpa kichhu boli. Samirda, Arun Pathak,(Nilu) Niladri Bagchi,Tania Chakraborty, (Raju)Rajarshi Chattopadhyay daksha kabita likhechhen.Rishi Sourak--lekhar paddhatir natunatba bhalo legechhe.Ashik-khub majar lekha. anander.Abhijit Dasgupta---Shesh line-er "mara daal" gota kabitatike dhore aachhe. Cinematic upasthapana.Khub bhalo. Alok bishbas---"Paaposh royechhe ekhane/ paaposh royechhe okhane/ sakaler sakal dhuloy abak hoye" Jeeo partner. jara sabe likhte esechhen ebang jara je kono muhurte kabitaay bisforan ghatalen bole, pratyekei "abak" shabdatir byabohaar laksha korun, ei anurodh. Debashis Saha---Gota kabitataay chhorie royechhe jyamiti baaxotaai jaa shesh nkaale kabitaai khule day, akdom onyo bhabnar lekha. Bishal Bhadra----Malay Raaychoudhuri ebang Prabhat chodhuri dujanei amar atyanta shraddhabhajan manush taai sangbidhan onujaayi amar rege jaaoari katha. kintu aami tor 9liner jonyo tupi khule dnaarhachchhi. Kuntal Mukhopadhyay---" Prachur sarshe ful tomar bhitore/ tumi andha taake debe halud prithibi" ki likhechhis re!! ki asadharan likhechhis! kintu nije ter paas na kano!!! noile or parei "lajuk aangul" aase ki kore? setao to oi natun prithibir-i angsha! Runa Bandopadhyay--- purono baakbhangite lekha khub bhlo kabita. khoob smoothly kabitaay bishayke heen kara hoyechhe amar mone holo, khub bhalo laglo. kintu lekhati jure ato banan bhul, neoa jachchhe na. Subir ghosh---"eso bristi, e jamir paatta nie jao" mon bhalo kore dili bhai. Subir Sarkar---ekti collage-dhormi kabita. ebang prathamei "ataeb" shabdati ta pathakke jaanie day.oi shabdata sorie niley chitkar kore bolbo asadharan lekha.Swapan Roy--Aami Swapaner mugdha pathak, er beshi kichhu bolbona. kono form ba technique-ke kabitaay byabohar karar samay katadur byam-heen, show-off-heen. kono rakam destructivityr pradarshan na koreo kato mridu-madhur bhaabeo kaajti ghotie fala jaay, ta Swapaner kachhe shekhar. Anupam Mukhopadhyay--Ato nikhnut maaper satire anekdin porini. bhalobasa toke. ebar ektu asahayatar katha. Baak-er gadya ba onyo angsha-gulo kichhutei amar PCte aaschhena. faley, amar parhao hoy na. er jonyo ki alada kichhu korte hoy? Baangal-ke uddhar kar bhai.----Ranjanda(Moitra)
ReplyDeleteaapnaake 'avra' install korte hobe .
Deleterishi sourak ke prothome rakhay baak ke dhonyobad, notun lekha or kachei pelam... baki der modhye arun pathok er prothom lekhati bhalo... niladri da jebhabe chnoy seta amr chena, ami bhalobasi niladri dar ei adorta... subir sarkar akhono tnar mriidu uccharone magic koren...
ReplyDeletenotun juger kaj korcho baak... obhinondon...
caliye jao,bravo!swapan roy
ReplyDeletebeautifully done . congratulations .
ReplyDeleteaj prakrita biral shilper bisay noy ... prokrita boned matra ... Anupamer kabitar biral kabir nirman ... kabi anga-guli nija ange pratisthapan kare angik paribartan karechhen ... texter nijaswa biral ... kabal kabitar janya ...
ReplyDeleteanumati chaichhi apurba ... pathaker , biraler , prakritir ...
VALO....VALO....EBANG....KHUB VALO....
ReplyDeletebah khub valo laglo
ReplyDelete‘পারেজিয়া’ mane ki ?
ReplyDelete~ sukumar
Anupam da tomar lekha protibar pori r thomkay...
ReplyDeleterajarshi dar lekha valolaglo songe swapon dar
obhinondon...
Nah, peyechhi shesh tak, ei prathambaar. porlam, Nabendu< Ramit aar Indranil. khub chamatkar legechhe. aasole egulo nie katha bolte gele ei chhotto du ak kathaay hoyna, tabu, BAAK-er eisab soundarjo nie amar etukui uchharan, bhalobasa. Onyogulo-o dhiresusthe porbo----Ranjanda
ReplyDeleteOho,Drishyata, dekhlam. darun darun chhabur sangkalan. khub chamatkar kaaj. toke abhuinandan Anupam---Ranjanda
ReplyDeleteএই অভিনন্দন পুরোপুরি অমিত বিশ্বাসের প্রাপ্য । তবে বাক একটা পরিবার হয়ে উঠেছে । কারো একার কিছুই প্রাপ্য নয় । এটা সমবেত প্রয়াস ।
DeleteJanra comments korchen tander sonkhipto porichoy thakle bhalo lagto - Editor/Kanakodi Patrika.
ReplyDeleteAha!! Arekta Sworgo!!!
ReplyDeleteProthom kobita to amar pochonder. Bishesh kore ak nomborer dwitiyo ebong tritiyo ongsho prothom ongsher flow k jebhabe chalito korlo , darunnn... Age rishi sourak-r lekha niye ektu alochona hok...
koekti kobita jamon SOUROCK O ULKAr lekha porlam....souroker word suffling bhalo laglo or ei ghoranar lekha amar porichito age or lekha porechi...ulka tulonay bolistho o prochhonno porivasar...ar porlam RAMIT-er SOMBHU RAKHHIT er kobita nie ekti onoboddyo lekha....
ReplyDeleteporchi...
খুব ভাল কাজ হচ্ছে অনুপম । ভালো করে সবটা পড়ে জানাচ্ছি .....ধীমান দা
ReplyDeleteae sankyha valo laghche.sob porte parini akhono.amar kobita -te "brohmanda" sabdoti porte hobe 6th line-e.avijit
ReplyDeleteদুঃখিত । কম্পোজ করতে গিয়ে বানান ভুল হয়েছে ।
Deleteএটা কিন্তু ঠিক হল না অনুপম। সৌরক ওপরে আর উল্কা নিচে কেন ?
ReplyDeleteআমি যতদূর জানি উল্কা ওপরে আর সৌরক নিচে থাকছে।
উল্কা, তুই এটা মেনে নিয়েছিস ? লিখিসনি তো কিছু !
মলয় দা,আমার কবিতায় যে তুমি কমেন্ট করছোনা সেটা কিন্তু একদম মেনে নিতে পারছিনা। :(
Deleteতুই তো জানিস, আমি উল্কাদের ঝলসে দেবার গতিকে ভয় পাই।
Deleteডায়নোসররা নাকি উল্কাদের চোট খেতে-খেতে হাপিস হয়ে গেছে।
যাক তুই অন্তত কানের দুলের কথায় থেমে রইলি।
আজকাল মেয়েরা কোথায় যে গয়না পরছে না তাই ভাবি।
এবার কবিতায় সেসব গয়ানাগুলোকে, স্হান-টানসহ, নিয়ে আয় ।
ভালো থাকিস।
মলয়দা
হা হা হা ...। গয়নাগুলো চোখের আলোয় আস্থা হারিয়ে চোখের বাহিরে জায়গা নিয়েছে মলয়দা ... এখনকার কবিতায় এই আড়ালের গহনাগুলোই জরুরি । অলংকার শাস্ত্রের বাইরের গয়না ... 'অসামাজিক' গয়না ... কবিতা স্বয়ং যেমন অসামাজিক ...
Deleteঅনুপমের 'বিড়াল' আর রাজর্ষির 'বেড়াল'-- দুটোই সম্ভবত বাঙালি ক্যাট ; অনুপমেরটা গ্রামের আর রাজর্ষিরটা শহরের । ইউরোপে যে ক্যাট দেখেছি সেগুলো বিড়াল/বেড়ালদের মতো দেখতে নয় কিন্তু ; তারা বেশ বড়, রঙও নানারকম : কালো কুচকুচে, বাদামি, লোমে চোখঢাকা ইত্যাদি -- মনে হয়নি কারোর পোষা । ওদের চিড়িয়াখানায় দেখেছি সাহারার ডেজার্ট ক্যাট, অত্যন্ত ছোটো মাপের, যারা জল না খেয়ে থাকতে পারে, পোকা-মাকড় খায় । থাইল্যান্ডের রেড জোনে দেখেছি সম্পূর্ণ ভিন্ন বিড়াল/বেড়াল ; সেগুলোর মুখের আর কানের রঙ চকোলেট , প্রায়-নগ্ন যৌনকর্মীরা চামড়ার বেল্টে বেঁধে খদ্দের ধরতে নেমেছেন পথে ।অ্যানিমাল প্ল্যানেটে দেখি বিগেস্ট ক্যাটস অব ইনডিয়া বলতে বোঝায় সুন্দরবনের বাঘ। ইউরোপীয় কবিদের রচনায় যখন ক্যাট প্রসঙ্গ আসে তখন কি ওদের বিড়াল/বেড়াল ভাসবে চোখের সামনে ? আফ্রিকার ক্যাট, থাইল্যান্ড-ভিয়েতনামের-চিনের ক্যাট নিয়ে লেখা ওই দেশের কবিদের কবিতায় ? নাকি অনুপমের বিড়াল অথবা রাজর্ষির বেড়াল ? সব ক্যাটই বোধহয় পাঠকের ক্যাট ; কবির ক্যাট নয় !
ReplyDeleteআমার 'বিড়াল' আসলে গ্রামের নয় মলয়দা । গ্রামের লোকের মুখে ওটা 'ব্যাড়াল' ... পশ্চিম মেদিনীপুরের গ্রামে ওই উচ্চারণ প্রচলিত । আমারটা আসলে মফঃসলের cat ... গ্রাম এবং শহর দুটো জায়গাতেই তার সহজ যাওয়া-আসা ...
Deleteআমার ঠাকুমা, আদি কলকাতার পটলডাঙার মেয়ে, বলতেন 'বেরাল' । আমার বড়োজ্যাঠামশায়ও বলতেন 'বেরাল' । ব্রাহ্ম স্কুলে কুশিক্ষার ফলে আমি ওই প্রাণীটাকে আমার কথায় আর লেখায় 'বেড়াল' করে ফেলেছি ।
Deleteঠাকুমা আর বড়োজ্যাঠা এই সুযোগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ; মর্ত্যে আমাদের অবস্হা আপনাদের বেরালের মতন, দুরছাই আক্রান্ত ।
anupamer beral bhalo legeche amar... jekhane je je ongo boshanor dorkar thik bosheche.... kopal ta mondo:)
ReplyDeleteDhanyabaad,Anupam!Anupam ei upahar er janye!Bhalo thakun,Bangla kabitar jai hok!
ReplyDeletePorlam.....
ReplyDeleteKhub Valo kaaj.
Suveccha Roilo....
Shubho Hok!
nabendu non vorie dili,tor kalam akkhoy hok!swapan roy
ReplyDeleteএক আধ মুঠো নতুন গন্ধ
ReplyDeleteদু'চার কড়ি হেলায় ফেলায়-
আজকে যদি কবিতায় স্নান
নতুন নামে ডাকব তোকে।
ভাল লাগল, কবিতার এই শীতল পাটি, কবিদের এই জলসাঘাঁটি -
পরের সংখ্যা আবার কবে?
প্রত্যেকটা কবিতাই ভাল লাগল।বিশেষ করে দুটো আলাদা আলাদা বেড়াল...
ReplyDeleteফাটাফাটি
BAAK 63 PORLAM.PUROTA PORTE SOMOY LAGLO.KOBITAY ABHIJIT DEBASISH NILADRI UDAYAN ANUPOM RAJARSHI -EDER KOBITA BARBAR PORECHHI.DEBRAJER INTERVIEW BESH NOTUN GONDHO.SHAMBHU RAKSHIT ARALE THAKA KOBI.kAJTA BHALO HOYECHHE.RAMITER GODYO DARUN. SOBKICHHUR OPORE MALAY ROY CHODHURYKE PACHHO...ETA BORO BYAPAR.
ReplyDeleteরুণা অসামান্য, রুণাকে নিয়ে কথা হক...
ReplyDeleteরাজর্ষি
sobai kobita nie bolche dekchi... odik indranil ghosh ekta je osamnyo journey amader upohar dicche se somoporke kotha hok ektu... 2 to issue hoye gelo ei dharabahiktar... osamnyo likche indra da... mmmmuuuaaahhh...
ReplyDeletekabitar khnoje amader journey theke ber kore ana ekta osmanyo fantasy... even bangla godyer khetreo eta sotti osamnyo ekta kaj....
love you indra da.... Somtirtha
sorry typing error... 6 ta issue...
Deleteebong nabendu... just or chobita dekhun... ki onayash... norom, oudhotyo... tarpor or lekha gulo dekhun... dekhun kibhabe minute hnete jay patay...
ReplyDeletelove... from a fellow 'kobita lekhok'...
Somtirtha
ehe abar kore porte gie ar ekjon ke abishkar korlam... dukkhito prothome baak er dwitiyo lekhatao sourak er bhabay... ami asole onyo hyaal nie porte porte mone kori... asole kobitatar naam 'lets be an... Ulka'... ei bhuler jonye dukkhito... Ulka ek osamnyo kobita lekhoker naam tahole???
ReplyDeleteamanda ke mone hoy duul porleo khub bhalo lage... ontoto kobita ta pore tai mone holo... :P
Somtirtha
বাকের পাতায় আজ যা ঘটল , আমার অনুরোধ তা মনে রাখবেন না । কবিরা যে দেবতা নন , আমরা সকলেই জানি ।
ReplyDeleteবাকের comments section-কে monitor করার কথা আমি আগে ভেবেছিলাম । ভেবেছিলাম আমি অনুমোদন করার পর কোনো কমেন্ট বাকে স্থান পাবে । বারীনদা , এবং বাকের সম্পাদকমন্ডলীর আপত্তিতে তা আর করিনি । কারন তাহলে অনেকেই বিরক্ত হতে পারতেন । সিনিয়রদের কমেন্ট হয়ত আসত না । যুক্তিটা আমি মেনে নিয়েছিলাম ।
শুধু এটুকু বলছি , আলোচনা কবিতাতেই সীমাবদ্ধ থাকুক , কবি অবধি যেন না পৌঁছয় । কোনো ব্যক্তিগত আক্রমনের জন্য pleaaaaase বাককে ব্যবহার করবেন না । বাক শুধু কবিতার অস্ত্র হয়ে থাক । কারো বেদনার কারণ সে যেন না হয় ।
আজকের পুরো ঘটনার জন্য সৌমিত্র সেনগুপ্তর কাছে আমি বাকের পক্ষ থেকে লজ্জা প্রকাশ করলাম । আর ... উনি তো বাকেরই একজন । এবারের 'গল্পনা' বিভাগ নিশ্চয়ই আপনারা দেখেছেন ।
এবার শুধু লেখাগুলো নিয়ে কথা হোক ।
নবেন্দু বিকাশ রায় ... এবারের 'এই মাসের কবি' বিভাগে ওর কবিতাগুলো একজন পাঠক হিসেবে পড়লাম আজ , সম্পাদকের আড়াল ভুলে কিছু লিখতে ইচ্ছে করল । কী অসাধারণ সব কবিতা !
ReplyDeleteবাংলা ভাষাটায় লিরিক বড়ো সহজে আসে । তাই ... লিরিক লেখা বড্ড কঠিন কাজ । সেটা আবার করতে হয় অনায়াসে । 'রেডিও'-র আগে যে কবি 'প্রফুল্ল' বসাতে পারে , 'বল'-এর আগে 'টসটসে' ... তাকে সেলাম জানাতেই হয় ।
'ব্লেডের ফাঁকা অংশটার ছাঁচে লিংগ তৈরি হচ্ছে' ... কেয়াবাত !
নবেন্দুর একজন আত্মীয় আছে বাংলা কবিতায় ... সে ইন্দ্রনীল ঘোষ । একজন পূর্বপুরুষ ... স্বপন রায় । কিন্তু কী যায় আসে ?
নিজের কাজের ঘরে নবেন্দু একা কাজ করছে ... আপনারা উঁকি দিয়ে দেখুন !
নবেন্দুর হাতে এক অত্যাশ্চর্য লিরিকক্ষমতা আছে। আমি বলায়,নবেন্দু এটা কিছুতেই মানতে চায়নি।এবার দেখা যাক,কী বলে ছেলেটা !
Deleteekti ananya sadharan prayas . amar suvechcha . avinandan . shyamalkanti dash .
ReplyDeleteআপনি ! এটা তো ভাবা যাচ্ছে না !! বাকের এটা খুব বড়ো পাওয়া হয়ে থাকল ।
Deletechomotkar legechhe ei shonkhyaTi, biRaal bishoyok duTi lekha-i khub bhalo laglo
ReplyDeletetobe Comments on Baak-er moto stunning kobita ami bohudin poRini, apnar aro onek kobita poRbar ichhe roilo
-Ashique KhudaBukhsh
Hmmmmmmmmmmmm............
ReplyDeletePRIYO BONDHU DHIMAN..BANKER EI SANKHYA NIYE KICHHU BOLO.BOSE ACHHI POTH CHHEYE........PRABIR ROY
DeleteNOBENDUR KOBITA ABAR PORLAM.OR EKTI CHOTI BOI D CO. THEKE PROKASHITO AGE PORECHHILAM.E MASER KOBI HISEBE OR NIRBACHON SATHIK.PREMER KOBITA GULO SOBTHEKE BHALO LAGLO.TOBE JODI PROTYEKTI KOBITAR ALADA ALADA NAM THAKTO TAHOLE PATHOKER KACHHE PRAPTITA ARO BYAPTO O GOBHIR HOTO.AMAR EMONTAI MPNE HOLO.AGAMI DINE NOBENDUR KACHHE ONEK ANYO DHARAR LEKHA PABO ASHA KORI. -------PRABIR ROY
ReplyDeletealada alada naam to ache prabir da... tumi kon naam er kotha bolcho??? ar naam ta ki sotti dorkaar?? ekta kobita dhoro... se to bishal... tar to sima porisima nei... ebar tomar mone hoy na naam dile kobita ta kothay ekta jeno bnadha pore jacche... mane tumi hoyto ekta kobiat ke identify korte chaicho naam die... kintu sei identification ta ki khub dorkaar??? tumi to jano amar prothom thekei naam nie ekta allergy ache... tomar ki mot?
Deletesomtirtha
ধন্যবাদ প্রবীরদা। নামকরণের বিষয়টা নিয়ে একটা দারুণ আলোচনার স্কোপ আছে। আমি পোস্ট করছি।
DeleteNam Na Thakleo Hoto.Tobe PREMER KOBITA markta na thakle kobitagulo anyo matra peye jeto. jai hok kobitagulo asadharon mone hoyechhe bolei amar ei bhabna.-----------------------------------------------------PRABIR ROY
ReplyDeleteexactly... pemer kobita... ekta naam just... athocho naam ta porlei ekta jinis amra jeno bhebe nicchi... jeta kobita ta theke hoyto alada... ei jonyei naam byapartai baje... ei to anupam o jane... naamkorone here jawa... :p
Deleteহ্যাঁ । কিন্তু অপরাজিতার নামটাও তো থেকেই যায় ।
ReplyDeleteকবিতার নাম দেওয়া আমার কাছেও বেশ অস্বস্তিকর । মাল্টিডাইমেনশনাল কবিতার নাম কি আদৌ হয় ! তবু দিতে হয় । যেমন কানা ছেলের নাম পদ্মলোচন ।
অবশ্য কিছু কবিতার বইয়ের নাম দেখে বেদম মজা পাই । যেন কে কত চমকে দিতে পারে তার প্রতিযোগিতা চলছে । যাত্রামার্কা । যাত্রার সেই সব নাম হয় যেমন ... 'এক পয়সার মা' , 'এক রাতের বৌ' , 'উপরে ভগবান নীচে শয়তান' ... কবিতার বইগুলোর নামও অনেক সময় সেরকম হাস্যকর লাগে । এবং কোনো কবিতা অনুষ্ঠানে সেগুলোর প্রকাশ উপলক্ষে যখন একের পর এক নামগুলো বলা হয় ... হাসি চাপতে পারি না ।
তবে নবন্দু এখানে তার কবিতার নাম নিয়ে হয়ত মজা করেছে । ওটা irony । আমার সেটাই মনে হয় । যেমন ইন্দ্রনীল ঘোষ একবার তার কবিতার নাম রেখেছিল 'দুই বাংলার প্রেমের কবিতা' ।
amar prothom boitar naam rekhechilam...
DeleteConfusion
No connections
Come 'ere
I love you
Peace on earth
Will you die for me?
Eat me
This way
The end
ha ha ha ha... hebby moja peyechilam eta kore... keu ar naam dhore dakte parena boitake...
somtirtha
hna... irony to botei... ami sure nabendu ei mojtata kore hebby anondito hoyeche...
Deletesomtirtha
সিরিয়াসলি, হেব্বি আনন্দ পেয়েছিলাম। একটা ভালো বিষয় উঠে এসেছে তাহলে। কবিতার নামকরণ। লক্ষ্য করে দেখেছি কবিরা তাদের কবিতার নামকরণ করেন এই এই ভাবে- ১, কবিতায় ব্যবহৃত শব্দবন্ধ আবার রিপিট করে( দ্রাঘিমাঃক্লাউন এভাবেই করা হয়েছিল), ২, কবিতার সামগ্রিক মুডকে তুলে ধরে এমন কিছু ফ্রেজ বাছাই বা উদ্ভাবন করে, ৩, র্যান্ডম ও কনটেক্সটহীন ব্যবহার। মোটামুটি এই তিন ধরণের প্রয়োগই এখন মাথায় আসছে। কবিতার যদি বিষয় থাকে তাহলে নামকরণের একটা মানে দাঁড়ায়। মাধ্যমিকে প্রশ্নও করা যায়। কিন্তু কবিতা যদি বিষয় থেকে বিষয়ান্তরে চলে যেতে চায় তাহলে নামকরণটা কেমন যেন কচ্ছপ হয়ে যায়। মনে করো, তুমি কবিতাটা পড়তে পড়তে চলে গ্যাছ বহুদূরে আর কবিতার নামখানা তোমায় রবীন্দ্রসদন মেট্রো থেকে ফোন করে বলছে," কোথায় আছো গেছোদাদা?" এভাবে কবিতা আর কবিতা নাম্নী মেয়েটির কখনোই দ্যাখা হয় না। তাহলে উপায় কি? কেউ কেউ আবার কবিতার নামকরণকে কবিতার একটা অংশ করে ফ্যালেন। যেমন, 'গোদার হলে যা যা বলতেন' এই নামকরণ কবিতার শুরুটা স্মুথ করে দিচ্ছে। একটু হয়ত মিসকোট করলাম, অনুপমদা। কিন্তু এই পদ্ধতির একটা অসুবিধা কবিতা নিজেই তৈরি করে, যদি নামকরণ কবিতায় ঢোকার চাবি হাতে ধরিয়ে দেয় তাহলে সেটা কবিতার ভেতরে থাকতেই পারতো। অসুবিধা কোথায়? বা ধরো কবিতার শেষে যদি কবিতার নামকরণ বলা হয় কখনো তাহলে তো আর ওই স্টান্ট এর প্রাসঙ্গিকতাই রইল না। সুতরাং কবিতার নামকরণ, এই সময়ে, একটা দিব্য ঘাঁটা ব্যাপার বলে মনে হয়। অথচ কবিতার নামকরণ তো একটা থাকেই। নামকরণ না থাকলে তো এইভাবে বলতে হবে,"সোম, তোর ওই উড়ন্ত জমির গল্পটা দারুণ লেগেছে আমার", বা "ঋষি সৌরকের ওই পোশাপুশি একটি দুরন্ত কবিতা"; ফলে নামকরণ নিয়ে অদ্ভুত চাপ কবিদের থাকেই। এই সিরিজ, যেটার থেকে আলোচনাটা এল, সেটা আমি প্রেমের কবিতা লিখবো বলেই ঠিক করেছিলাম। মানে একদম 'পে-রে-মে'র পদ্য। অস্তনির্জন পড়ে মুখ গোমড়া করে বলল, তুই নিশ্চয়ই কাউকে খুশী করার জন্য লিখেছিস? আরে হ্যাঁ, মাইরি,লিখবো না! মেয়েদের উদ্দেশ্য করে কবিতা লিখতে নেই নাকি! ছ্যা ছ্যা কবিজন্ম। মজার ব্যাপার হল, ৪ বা ৫টার পর দেখলাম কবিতাগুলো প্রেম থেকে ক্রমশ সরে আসছে। সেটা স্বাভাবিক। আমার সময়ের প্রেম তো আমার সময়ের মতোই কেন্দ্রহীন হবে। আমি কিন্তু আর নাম চেঞ্জ করলাম না। পরের কবিতাগুলো লেখার সময় শুধু ওই প্রেমের কবিতা এই constraint টা হঠিয়ে দেবার চেষ্টা চালালাম। ভাবলাম, পাঠক যখন পড়বেন তখন তাকে প্রথমেই আমি বায়াসড করে দিচ্ছি ঠিকই কিন্তু তারপরে আমার পুরো কবিতাটাই ওই বায়াসকে ডিনাই করার চেষ্টা চালাবে। ব্যাপারটা এরকমঃ Long live the King; the King is long dead. এটাই মোটামুটি করতে চেয়েছিলাম। তোমরা irony কথাটা বলে এই কথাগুলো সামনে আনার সুযোগ করে দিলে। ধন্যবাদ।
ReplyDeleteনবেন্দু, বেশ লাগল এটা। কিছু অংশ নিয়ে ফেবুতে পোস্ট দিচ্ছি, যদি কেউ আরও আলোচনায় আসতে চান। তুমি ও অন্যান্যরাও সেখানে টুকি দিলে জমে যাবে প্যারালালি... আপত্তি নেই তো? - উদয়ন
Deleteকেন ? facebook কি সাহিত্য আলোচনার পক্ষে আরো আরামদায়ক স্থান উদয়ন ?
Deleteanupam... facebook e atleast ekhankar theke onek besi lok ei kothatar opor montobyo korte parbe... tai noy ki??? aro besi loker kache pnouchobe alochonata... i mean social network ke ekta nirdishto extent porjonto amra byabohar kortei pari... byabohrito na holei holo... jekono jiniser barabari hole tokhon seta bondho korar kotha bhaba jete pare... kintu barabari hobe ba hoteo pare... ei bhebe na jhnapano... eta ki thik??? ar koyekjon mustimeyo chara to onekei akhon social network use korchen tai na??? to lokjon thakle... sobrokom alochona sombhob hole sahityo keno noy??? tumi o to ekhane baak er tolay tomar facebook profile er link die rekhecho... contact er jonyei to??? baak aramdayok sthan nischoi... onek besi aramdayok... kintu facebook aro chorano byapar noy ki???
Deletesomtirtha
অনেক দিন পর এতগুলো interrogative mark দেখলাম সোমতীর্থ । কিন্তু আমি বোধহয় একটা নিরীহ প্রশ্ন করেছিলাম । আর বাকের হয়ে সেটা না করলেই অসঙ্গত হত । আমরা যারা বাককে ভালোবাসি , জানি আপনি আমাদের একজন , আমরা বাকের আলোচনার জায়গাটা জানি । এখানে কবিতা ছাপাটা বড়ো কথা নয় , কবিতা নিয়ে আলোচনাটাই মূল ব্যাপার ।
Deletefacebook আমি নিয়মিত করি । বাকের হয়ে ওখানে প্রচার চালাই । অস্বীকার করব কেন ? facebook আমার খুব প্রিয় জায়গা । বহু বন্ধু পেয়েছি ওখানে । একটা প্রিয় পাড়ার মতোই হয়ে উঠেছে আমার কাছে । ওখানে আমি নিজে অনেক সাহিত্যের আলোচনায় অংশ নিই । আলোচনা শুরুও করি ।
কিন্তু বাক্লের আলোচনা বাকের পাতায় হোক , বাকের ইতিহাস , যদি ইতিহাস শব্দটার স্পর্ধা ক্ষমা করেন সোমতীর্থ , সেই ইতিহাস যারা জানেন তাদের কেউ হয়তো চাইবেন না বাকের একটা আলোচনাত facebook-এ নিয়ে যাওয়া হোক ।
আর ... আমরা কবে থেকে বেশি লোককে শোনানোর জায়গা খুঁজতে শুরু করলাম ! বাক আর facebook-এর তুলনামূলক আলোচনা কেন ?
উদয়ন আমার আপত্তি রইল । বাকের পক্ষ থেকে । অবশ্য সেটা শোনার দায় তোমার নেই । আপত্তি না জানালে বাক আমাকে প্রশ্ন করবে । তাই আপতি ।
এই নিয়ে কোনো তর্কে আমি যাব না ।
অনুপম, তর্কের কোনও প্রশ্নই নেই। সম্পাদকের আপত্তি দেখে আমি ফেসবুকের পোস্ট মুছে দিলাম।
Delete-ভালবাসা, উদয়ন
ami o kono bhabe tomake aghat die thakle dukkhito anupam... ami prosno tuli karon ami puro byapartake otyonto bhalobese dekhi... kintu ami baak er sompadok noi... kobider bondhujon... thik... kintu ayna hotei besi pochondo kori... ar amar ei kothagulokeo niriho na bhabar kono karon nei anupam... amar kothay sobai keomn jeno torker abhas pay... bodh hoy amar problem seta... communication gap... ami dekhchi ei sonkhay bodhhoy amar kora comment e sobcheye besi... bhalo legeche bolei... jai hok... kharap laga rekhona... sotti torko korini... ei topic gulo otyonto gurutyopurno mone hoy amar kache... mane ami jekhane jekhane boktobyo rekhechi... kobitar naamkoron... ba ei social networking er byabohaar... ar spordha ba itihas... se to tomar tahkbei anupam... tumi ekjon sompadok... amake khoma koro anupam... sotti ami baak er itihas na jenei montobyo korechilam...
Deletear bhul bujhona please... ami tulonamulok alochonay jaini kokhonoi... interrogative ar dot e duto chinho amar pochondo khub anupam... egulor byabohar ami ektu barabari bhabei kori hoyto...
somtirtha...
আরে , আপনি তো আমাকে ইমোশনাল করে দিলেন । এত কিছু আমি ভাবিনি । আর ... এগুলো তো চলতেই থাকবে । এগুলোই তো জীবনের নুন ঝাল মশলা । না থাকলে বেঁচে থাকা বড়ো বেস্বাদ হয়ে যায় । বন্ধুদের মধ্যেই তো এগুলো বেশি করে হবে ।
DeleteSUNDOR BOLECHHO NABENDU........PRABIR ROY
ReplyDeleteThik jevabe nabendu bollo ( ধরো কবিতার শেষে যদি কবিতার নামকরণ বলা হয় কখনো তাহলে তো আর ওই স্টান্ট এর প্রাসঙ্গিকতাই রইল না) eta nie amio vebechi... mane kobita ta ses hobar por du tinte aro line... jekhane ei kobitatar ki naam hote pare se nie kotha bola ache... onekta footnote gocher... oprasongik kichu kotha... jeta amar mone hoy aro ekta jinis kore... porpor duto kobitar modhye break toiri kora... series, seta jodi ekta idea ke nie ghore... sei idear monotony (jodio seta asa kamyo noy, tobu) evabe amar mone hoyechil khanikta kete jacche... ba je kono duto kobitar modhyeo ei break ta majhe majhe besh valo byapar mone hoyechilo amar...
ReplyDeletesomtirtha
'মেয়েদের উদ্দেশ্য করে কবিতা লিখতে নেই নাকি! ছ্যা ছ্যা কবিজন্ম'
ReplyDeletelove you...
somtirtha
baker jonno thanx .compt nije nije ghete ghute sekhar fale kichhutei participate korte parchhina tumi jadi amay on line pao tahole ektu bujhie dioto r ki bhalo thako.
ReplyDelete১। নতুন সিগারেটের ব্র্যান্ড
ReplyDelete২।ঝিলমিল ঝিলমিল মেয়েদের দল
৩।বাজার
৫।পরিচিতদের আবার দেখা
৬।মনের খবর
৭।কি যে ভুল করে যাচ্ছি
৮।কপি-পেস্ট
৯।মুখোশ
১০।অপরিচিত নারী
ইত্যাদি যা যা দেখি তার তথাকথিতভাবটাই যদি উঠে যায়...তাহলে...
Rangeet
নামকরণ প্রসঙ্গে নবেন্দু'র বক্তব্যের সঙ্গে একমত। নাম একটা দিতেই হবে,এটা আমাকেও নিরন্তর পীড়া দেয়। তবে কবিতাসিরিজের ক্ষেত্রে এ সমস্যা কিছুটা কম।একটা সিরিজের সবকটি কবিতাই একই কেন্দ্রে গ্রথিত থাকবে এটা ভালো পাঠক ভাবেন না।
ReplyDeleteএই অসাধারণ 'প্রেমের কবিতা' সিরিজটি নিশচয়ই এখানেই শেষ নয়।এর দীর্ঘায়ু কামনা করছি...
এক মহাকাব্যিক কাজ করছে ইন্দ্রনীল। আমাদের সমসময়ে ও সমবয়সে এরকম দীর্ঘ ও ব্যাপ্তিময় কাজ একদমই সুলভ নয়।কত সহজ ফর্ম্যাটে কবিতার ভেতর ঘরের নানা আলোচনা সমালোচনা করে যাচ্ছে,তত্ত্ব আনছে,আবার তাকে নেগেট করছে। সবচেয়ে অনন্য যা তা হলো লেখাটির পাঠযোগ্যতা ,তার পাঠ আরাম কোথাও ক্ষুণ্ণ হচ্ছে না।
ReplyDelete