বাক্ বাংলা কবিতার প্রথম ব্লগজিন । বাক্ বাংলা কবিতার মুক্ত অবস্থান । ব্যক্তিগত পছন্দের সীমানা এবং বাজারের বাইরে আকাঙ্ক্ষা ও প্রভার সন্ধান তার ঘোষিত ব্রত । পাঠ্য ও অপাঠ্যর মধ্যবর্তীটি ছাড়া কোনো ভেদরেখাই মান্য নয় । কথা বলুন 8436419575 , লেখা পাঠান : anupam_gtl@yahoo.co.in এবং konnagar : ghatal : paschim medinipur 721212, west bengal, India । লেখা পাঠান 'অভ্র'-তে টাইপ করে ওয়ার্ড ফাইলে । পি ডি এফ ফাইল আমন্ত্রিত লেখা ছাড়া গ্রাহ্য হবে না । অনুগ্রহ করে ফেসবুক বা আন্তর্জালে প্রকাশিত লেখা পাঠাবেন না ।
স্বাগতম
আসুন আমাদের জগতে ...
ramit , chhobite naamta ektu chhoto kore likhle parto . baa naam-er goRon niye aarektu vabte parto .
ReplyDeleteaamar kobitata hoeto avisek-er painting-taake qualify korechhe .
ReplyDeletehrisikes-er ekti kobita 'desh' potrikae mononito hoechhe . o khub aanondito . aamio khusi . tobe ei prokaas jeno oke desh-mukhi naa kore tole , ei kaamona . o jeno khNoRakhNuRi chaalie jae . praatisthaanik kaagoj kobir anusondhitsa ebong bhinnomukhitaa pochhondo kore naa . jibon-er prothom baa dwitio kobita desh potrika-e beronor eta ekta bipojjonok dik . hoeto taarpor kono little mag baa little mag-er aadorsho-k minimized hoe jete hoe aaro taar chokhe .
ReplyDeletebesh valo laglo, tobe kichu kotha bolar ache...annoakdin bolbo, shuvo kamona roilo
ReplyDeleteAnupamer kotha sune khub bhalo laglo. Or avivabikata amake sabsamay mugdho kore. Or kabitar proti o kabitar agrogotir opor nisthake ami srodhha kori. Or ei anoboddo aposhhin monovab amake or proti aro anurokto kore tole sobsomoy. Amar ases souvagya je ami Anupam, Romit , Sanju eder moto suvanyudhyai bandhuder peyechhi. ebong abashyai Baak r moto prokash madhyam peyechhi. Amar boro kobi hobar joggotao neo , amar ta kangkhito o na. Kabitar proti amar valobasata jeno amrityu bojay thake , etai amar ekmatro prarthona. Bhalo theko bandhura.
ReplyDeleteকবিতাগুলো ভালো লাগল, পরে ভালোলাগাটা বিশদে বলব
ReplyDeleteWind
ReplyDeleteAmy Lowell
He shouts in the sails of the ships at sea,
He steals the down from the honeybee,
He makes the forest trees rustle and sing,
He twirls my kite till it breaks its string.
Laughing, dancing, sunny wind,
Whistling, howling, rainy wind,
North, South, East and West,
Each is the wind I like the best.
He calls up the fog and hides the hills,
He whirls the wings of the great windmills,
The weathercocks love him and turn to discover
His whereabouts -- but he's gone, the rover!
Laughing, dancing, sunny wind,
Whistling, howling, rainy wind,
North, South, East and West,
Each is the wind I like the best.
The pine trees toss him their cones with glee,
The flowers bend low in courtesy,
Each wave flings up a shower of pearls,
The flag in front of the school unfurls.
Laughing, dancing, sunny wind,
Whistling, howling, rainy wind,
North, South, East and West,
Each is the wind I like the best.
অগ্রজদের কবিতা
ReplyDeleteশান্তির সময়
কালীকৃষ্ণ গুহ
কোথাও যাই না --
দেখি, মাঠের সূদূর প্রান্ত থেকে ধোঁয়া ওঠে।
মাঠ জুড়ে দেখি এক শান্তির সময়। ধোঁয়া ওঠে।
মানুষ রয়েছে কাছাকাছি।
একজন স্বগত প্রশ্ন করে
‘নক্ষত্রের কাছে যাওয়া যাবে কোনোদিন? সপ্তর্ষির কাছে?’
একজন স্বগত উত্তর দেয়
‘নক্ষত্রলোকের মধ্যে দীর্ঘদিন আছি।‘
অগ্রজদের কবিতা
ReplyDeleteএকজন লোক
শামসুর রহমান
লোকটার নেই কোনো নামডাক।
তবু তার কথা অষ্টপ্রহর
ভেবে লোকজন অবাক বেবাক।
লোকটার নেই কোনোখানে ঠাঁই
জীবন লগ্ন পথের ধূলায়,
হাতে ঘোরে তার অলীক লাটাই
লোকটা কারুর সাতে-পাঁচে নেই।
গাঁয়ের মোড়ল, মিলের মালিক-
তবু ঘুম নেই কারুর চোখেই;
লোকটার কাঁধে অচিন শালিক।
বলে দশজনে এবং আমিও
রোদ্দুর খায় লোকটা চিবিয়ে,
জ্যোতস্নাও তার সাধের পানীয়।
হাজার প্রদীপ জ্বালায় আবার
মনের খেয়ালে দেয় তা নিবিয়ে।
মেঘের কামিজ শরীর চাপিয়ে
হাঁটে, এসে বসে ভদ্রপাড়ায়।
পাথুরে গুহায় পড়েনা হাঁপিয়ে
সে-ও সাড়া দেয় কড়ার নাড়ায়।
তবু দশজনে জানায় নালিশ;
লোকটা ঘুমায় সারাদিনমান,
কাছে টেনে নিয়ে চাঁদের বালিশ।
অনেকদিন পর প্রিয় কবিতাটি পড়লাম , ধন্যবাদ ramit dey
Deleteঅগ্রজদের কবিতা
ReplyDeleteযত প্রয়োজন
স্বদেশ সেন
প্রয়োজন যত আছে,তার ওপর নেমে আসছে কাজ
ভালোভাবে এই কাজ হোক।
ওপরে উঠেছে কাক, ওরা উঠে আরো ভুলে যাক
ওঠে সব আলো কিছু ছায়া কেটে।
বিদ্যুতের আরো কথা আলোর বিষয় নিয়ে এক
চোখে মুখে দেখা হয়ে যাক
বড়ই জলের মত গলে যাক
ভাঙা, কাটা, ছোট, অল্প ভাব।
সবই তো করার কাজ, তারই মতামত
এ আগুনে কতবার রথ
ঘন, নীল, নানা
ছোট, বড়, সাদা, কালো টানা।
অগ্রজদের কবিতা
ReplyDeleteনামহীন-২
সমরেন্দ্র সেনগুপ্ত
যে আমাকে গান গাওয়াতো, সে এখন নেই,
দূরে যাওয়া মানুষ ঠিক কতদূরে যেতে পারে সেই
প্রানকথা ভাবতে ভাবতে দেখি, শুধু আমি নই
চাঁদও দুঃখিত, ঝিলের পদ্মপাতায় আলাদা অশ্রু স্থির হয়ে আছে,
যে পাখি সকাল থেকেই উলু দিয়ে সবুজ জাগাতো গাছে
শীত ফুরোবার আগেই এবার
দুচোখ ফুরিয়ে ফের উড়ে ফিরে গেছে, মানুষের হাহাকার
মানুষ বোঝেনা কোনদিন,চাঁদ বোঝে। এতদিন আমি ছিলাম তোমার
হে তুলনাহীন! এখন জানিনা আমি কার।
ouTube and I .
ReplyDeleteDo u ever think to touch
My ocean
Wooden change of the sky
Tell me to go there
“Who am I ? “ I ask him
But I donot get any reply
Train crossed line, I upload It in YouTube
Near
You gave me lIght .
The sound of night is coming from darkness.
I saw you in world cup
Now I have planned to suicide
Your window is more nearer To my heart .
Dots
I don’t find my self
When you call me.
I saw Fool moon
She saw that I m crying
I m crying for you.
And
You
Are
Playing
With
my
white
and
blue
dots.
Alone
Forrest are walking in the rain
I feel it like a storm
Sleep ; huge sleep ;
I told you please don’t come to my place
Let me go anywhere
Let me take drugs
Smell of sex
Please Leave me alone.
Unknown
Family and home
Both are poisons to me ;
wild test of field
Now I am 24
Now I am bisexual
Now this is the time when I have taken dust
Stone of war are now searching for its answer.
অগ্রজদের কবিতা
ReplyDeleteএখন, যে দেখেছে
স্বদেশ সেন
ও আর পারবে না সেই ভালোবাসতে অথবা বানাতে
কেবল ভেতরে বসে ও একবার বমি করতে চায়।
যেভাবে ঠেকেছে হাত সেভাবে সে কিছু জড়াবে না
যেখানে মানুষ তার ভেতরে সে চরিত্র দেবে না।
এ কেন, এমন কেন,কিছু কিছু ভেঙে গিয়ে খোলা
সরানো লুকানো করে আর সে বিজনেস আনবে না।
কোন মস্ত কথা নেই, স্বভাব আপন ফেরি করা
কথা কি কিছুই রাখে রাখি-মাল, ‘আছে’ কথাগুলি।
তারিখ মিলিয়ে যেতে, কথা দিতে অথবা বানাতে
ও আর পারবে না, শুধু চোখে দেখে বমি করতে চায়।
অগ্রজদের কবিতা
ReplyDeleteহঠাৎ শূণ্যের দিকে
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
ক্রমে স্পষ্ট হয় সব । কে সিংহ, কুকুর, হাতি, সার্কাসের ঘোড়া ;
কে টিয়া, চন্দনা, কংবা হাঙর কুমির ;
বঙ্গোপসাগর থেকে উঠে এসে কলকাতার ভীড়
ঠেলে কে সাঁতার কাটে ; কে ধর্মতলায়
পাঞ্জাবির হাতা নেড়ে উড়ে যেতে চায়
হঠাত্ আকাশে । যেন একে একে সবগুলি অভ্যাসের ফোড়া
ফেটে গেলে ঠিক
বিকেলে তিন পা হেঁটে চিনে নেওয়া যায়
কে ব্যাঘ্র, বিড়াল, হাঁস, ঝুঁটি-কাকাতুয়া ;
এবং কে শাশ্বত নাবিক ।
ক্রমে স্পষ্ট হয় সব । সব কিছু জানা গেল, এমন ধারণা
নিয়ে ঘরে ফিরে গিয়ে ঘুমোনো সহজ হয়, আর
ঘুমের একটু আগে মনে হয়, দারুণ বাহার
খুলেছে রাস্তায়-ঘাটে । সবগুলি ফোড়া
ফাটিয়ে গণ্ডার, বাঘ, সার্কাসের ঘোড়া
ছুটে যায় । মনে হয় ভিড়ের ভিতরে কেউ “হুশ্”
ব’লে উঠেছিল ; তাই ডানা ঝপটিয়ে
নিখিল শূণ্যের দিকে উড়ে চ’লে গেল
কয়েকটি সুন্দর মানুষ ।
asale karo ekar nam noy sakalei darun lekhechhe.chitrayantau darun.anupamda computerta problem dichhe tai comments karte parchhina.eta amar kachhe khub kharap lage.
ReplyDeleteramitda ekta darun kaj karchhe.agrajader kabita parar sujog kare diye.kintu ramitda kabitar alochana khub kam hachhe keno.eta thik noy.
ReplyDeleteঅগ্রজদের কবিতা
ReplyDeleteব্যবচ্ছেদ
আলোক সরকার
যখন এল
অবিসংবাদিত এল।
অবিসংবাদিত অধিকার বলে না।
দিক অদিক বলে না।
তার অশ্রুত
যত চতুর্দিক
তত নিয়মতান্ত্রিক কর্মপদ্ধতি।
এইরকম সহযোগ কেবল একজনের
কাছ থেকেই আসে।
আকাশ, তোমার কাছ থেকে আসে না।
কীর্ণ দীর্ণ ঊর্মিমালা
তোমার দিক থেকেও না।
এইরকম অপরিসমাপ্ত
যার কাছ থেকে আসে
সে সব পূর্বসূত্র ভুলেছে
ভাষাবিন্যাস ভুলেছে
সেই ব্যবচ্ছেদ
উত্তুঙ্গ আর বেলাভূমির
সমভিব্যাহার।
যা কিছু সমভিব্যাহার
তাই অনভিলষিত
অর্থাৎ যথাযথ।
computer bigrechhe . saarate somoy paachhi naa . kichhudiner moddhei 'baak' aabar fire aasbe . ekta official webmag suru koraar katha vaabchhi . ekaa hoeto paarbo naa . kaara songe thaakte chaao , jaanio . it will be no child's play . puropuri seriousvaabe ebong ghoditovaabe ekti sthayi gosthi proyojon . sekhaane byaktigoto aabeg jeno kono jhaamela naa paakae .
ReplyDelete'baak' egie cholbe . cholbei .
অগ্রজদের কবিতা
ReplyDeleteI know why the caged bird sings
Maya Angelou
A free bird leaps on the back
Of the wind and floats downstream
Till the current ends and dips his wing
In the orange suns rays
And dares to claim the sky.
But a BIRD that stalks down his narrow cage
Can seldom see through his bars of rage
His wings are clipped and his feet are tied
So he opens his throat to sing.
The caged bird sings with a fearful trill
Of things unknown but longed for still
And his tune is heard on the distant hill for
The caged bird sings of freedom.
The free bird thinks of another breeze
And the trade winds soft through
The sighing trees
And the fat worms waiting on a dawn-bright
Lawn and he names the sky his own.
But a caged BIRD stands on the grave of dreams
His shadow shouts on a nightmare scream
His wings are clipped and his feet are tied
So he opens his throat to sing.
The caged bird sings with
A fearful trill of things unknown
But longed for still and his
Tune is heard on the distant hill
For the caged bird sings of freedom.
অগ্রজদের কবিতা
ReplyDeleteAn Eastern Ballad
Allen Ginsberg
I speak of love that comes to mind:
The moon is faithful, although blind;
She moves in thought she cannot speak.
Perfect care has made her bleak.
I never dreamed the sea so deep,
The earth so dark; so long my sleep,
I have become another child.
I wake to see the world go wild.
অগ্রজদের কবিতা
ReplyDeleteপরিনয়
আলোক সরকার
আগেকার মতো অতো দৌড়ে হেঁটো না। এখন তো আর
জামা পরা বালিকা নও। এখন শাড়িতে
পা আটকে যেতে পারে। তোমাকে দেখবার
জন্যে যে দিঘল স্রোত পাড়ে আছড়ে পড়ে তাকে দেখতে দাও। দেখো
চারিদিকে বড়ো বড়ো চোখ সব তোমাকে দেখতে চায়
তুমি অতো দ্রুত গেলে হবে না তো।
আমিও সমস্ত ধেনু প্রথম দিনের মার কাছে
ফিরিয়ে দিয়েছি। আমি সোনার মুকুট পরে এবার এসেছি।
এসো আমরা দুইজনে পাশাপাশি মগ্ন অবকাশে
আবছা নদীর তীরে কথা বলি।
সেদিন তো নদীর ভাষা বুঝতে পারোনি। কিংবা সেদিন
একবারো নদীর দিকে ফিরেও চাওনি।
অবশ্য নদীর ভাষা সেইদিন এমন প্রেমিক
ছিল না। চারিদিকে কী রকম আলো দেখো
আমি কুড়োবার গন্ধ একেবারে নয়। বৈশাখী ঝড়ের
মধ্যে যেন ফুলে-ওঠা সংহতির অশথ কি আম জাম গাছ।
অগ্রজদের কবিতা
ReplyDeleteনিসর্গে : মুক্তি
মনীন্দ্র গুপ্ত
বৃষ্টি শেষে আকাশ কী নীল, যেন স্নেহ,। মধ্যে
পাখি উড়ছে, খোঁচা হয়ে আছে কাঁটা
তারও মুখে আলো।
এই দিন : যেন কুটুমবাড়িতে ছেলে চলেছে
গ্রামের পথে একা- চতুর্দিকে আহ্লাদের
মাঠ ও বাতাস- মাঠে জলপিপি, হঠাৎ-শাপলা।
তেরাত্তির না পেরুতে শোক নমনীয় হয়ে এল;
দুঃখ তার কান্না হারিয়ে, ভুলে, শিশুদের মতো
চেয়ে আছে।
এই শূণ্য পবনের মধ্যে
কোনো পাপ কঠিন না- কোনো দুঃখ
ব্যক্তিগত নয়।