স্বাগতম

আসুন আমাদের জগতে ...

36th pOst







42 comments:

  1. অগ্রজদের কবিতা

    মৃত্যু
    ভাস্কর চক্রবর্ত্তী

    মৃত্যু যখন দোরগোড়ায় এসে দাঁড়ায়
    কী করো
    কী করো তোমরা?

    কাঁপতে থাকো নাকি?
    ব্যাঙ্কের চোতা তুলে দাও বৌয়ের হাতে?
    জল চাও?

    জীবনটাকে যেভাবে আমি দেখেছিলাম
    ভেবেছিলাম যেভাবে
    প্রায় সেভাবেই কাটিয়ে দিলাম।

    ভুলভ্রান্তি
    রয়ে গেল কতকিছুর।
    কত কথা তো বলাই হলো না
    হাসিঠাট্টা হলো না তেমন।

    ঝামেলা একটা
    সত্যি সত্যি ঘনিয়ে উঠছে জীবনে।

    কী আর করা

    মেয়েকে কাছে ডাকব একটু?

    আরো দু-একটা দিন বাঁচতে পারলে
    মন্দ হতো না।

    ReplyDelete
  2. vaskar chakrabarty...amar vaskar chakrabarty.....jake aj porjontyo ami ..ami...ki bolbo...ami je okhane mori bachhi...ki bolbo er....

    ReplyDelete
  3. bhalo laglo....ANUPAM , RAMIT O INDRANIL GHOSER KOBITA , ANIMIKH hotas korlo ebare
    SONGHOMITR-R kobitao ektu daysara laglo

    **nitantoi amar nijosso motamot...

    ReplyDelete
  4. অগ্রজদের কবিতা

    আসাদের শার্ট
    শামসুর রহমান

    গুচ্ছ গুচ্ছ রক্তকরবীর মতো কিম্বা সূর্যাস্তের
    জ্বলন্ত মেঘের মতো আসাদের শার্ট
    উড়ছে হাওয়ায় নীলিমায়।

    বোন তার ভাইয়ের অম্লান শার্টে দিয়েছে লাগিয়ে
    নক্ষত্রের মতো কিছু বোতাম কখনো
    হৃদয়ের সোনালী তন্তুর সুক্ষতায়।
    বর্ষীয়সী জননী সে-শার্ট
    উঠোনের রৌদ্রে দিয়েছেন মেলে কতদিন স্নেহের বিন্যাসে।

    ডালিম গাছের মৃদু ছায়া আর রোদ্দুর শোভিত
    মায়ের উঠোন ছেড়ে এখন সে-শার্ট
    শহরের প্রধান সড়কে
    কারখানার চিমনী চূড়োয়
    গমগমে এভেন্যুর আনাচে-কানাচে
    উড়ছে, উড়ছে অবিরাম।
    আমাদের হৃদয়ের রৌদ্র-ঝলসিত প্রতিধ্বনিময় মাঠে।
    চৈতন্যের প্রতিটা মোর্চায়।

    আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জ্বা
    সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
    আসাদের শার্ট আজ আমাদের প্রানের পতাকা।

    ReplyDelete
  5. uni samsur rahaman non...samsur rahoman...r er por ekti a-kar porbe.....

    ReplyDelete
  6. পিট সিগারের গান শুনছিলাম

    "What Did You Learn in School Today?" পিট সিগারের গান

    আমি স্কুলে শিখেছি কিভাবে আমেরিকা যেতে হয় ।
    আমারা স্কুল ব্যাগে টিফিন নিয়ে, সুর করে গান গেয়ে বুঝি
    দিল্লি অনেক দূর ;
    ভোট মানে যে সব উপকথা
    পতাকা একটা উট পেন্সিল ।
    নেতাদের আবদারে আমরা বাড়ীয়ে দিয়েছি
    হুম ! এই বলে আমি নেতাদের খুঁজি ; সেলাম জানাই । পাকিস্থানকে ক্রাইম বেঞ্চ দিয়ে, কোনো বিপরীত বন্দুকঅলার মৃত্যুকে “লঙ লিভ” বলে ঃ
    আফগানিস্থান,কাশ্মীর,নাগাল্যান্ড,শ্রীলঙ্কাতে লড়েছি
    পুলিশ জিপ দেখে বাঁদিকে তোমার স্ট্যাচু দেখে এঁক্কেছি ; সরি আঁকাও তো বারন আছে । মেয়েদের সামনে কার্পেট দিয়ে বলেছি , ওটা করো না । একটা ভাঙা পাঁচিলের গর্ত দিয়ে জড়ো হয়েছে কিছু লোক ,
    যারা ওলোটপালোটদের বই-পত্র ছড়াচ্ছে

    ট্যাংকের উপর স্ট্রীট লাইট পড়েছে । আঙটির মতো সবুজ গাছের পিছন থেকে আলো প্রতিফলিত হয়ে
    মেঘ করছে ,মদের বোতলে । একবার ঝড় আসলেও , এখানে আবার একটা দীর্ঘ ঝড় জমা হচ্ছে ।

    রঙ্গীত মিত্র

    ReplyDelete
  7. bah---rangeet er ai sesh comments er lekhata besh laglo

    ReplyDelete
  8. Anupamda,ei post e amaar je lekhati deoa hoyechhe seti amaar boi 'Naamaano Rucksack' er 'Monologue' shirshak series er 3 no kobitar shesh angshotuku.emnitei kono series theke kono ekti kobita tule nile taar kabyogun purota dhara jaay na.ekhetre series tir ekti kobitar abaar shesh angshotuku bichchhinno kore nebaar fale taar anusango ekebaarei haariye gachhe.sutorang,ei 3ti line sotti daaysarai laagchhe.ami Indranil Bakshi'r sange ekmat....BAAK er jonyo shubhokamona roilo.

    ReplyDelete
  9. অগ্রজদের কবিতা

    পুনর্বাসন
    শঙ্খ ঘোষ

    যা কিছু আমার চার পাশে ছিল
    ঘাসপাথর
    সরীসৃপ
    ভাঙা মন্দির
    যা কিছু আমার চার পাশে ছিল
    নির্বাসন
    কথামালা
    একলা সূর্যাস্ত
    যা কিছু আমার চার পাশে ছিল
    ধ্বংস
    তীরবল্লম
    ভিটেমাটি
    সমস্ত একসঙ্গে কেঁপে ওঠে পশ্চিম মুখে
    স্মৃতি যেন দীর্ঘযাত্রী দলদঙ্গল
    ভাঙা বাক্স প’ড়ে থাকে আমগাছের ছায়ায়
    এক পা ছেড়ে অন্য পায়ে হঠাত সব বাস্তুহীন |
    যা কিছু আমার চার পাশে আছে—
    শেয়ালদা
    ভরদুপুর
    উলকি-দেয়াল
    যা কিছু আমার চার পাশে আছে—
    কানাগলি
    স্লোগান
    মনুমেন্ট
    যা কিছু আমার চার পাশে আছে—
    শরশয্যা
    ল্যাম্প পোস্ট
    লাল গঙ্গা
    সমস্ত এক সঙ্গে ঘিরে ধরে মজ্জার অন্ধকার
    তার মধ্যে দাঁড়িয়ে বাজে জলতরঙ্গ
    চূড়োয় শূণ্য তুলে ধরে হাওড়া ব্রিজ
    পায়ের নিচে গড়িয়ে যায় আবহমান |
    যা কিছু আমার চার পাশে ঝর্না
    উড়ন্ত চুল
    উদোম পথ
    ঝোড়ো মশাল
    যা কিছু আমার চার পাশে স্বচ্ছ
    ভোরের শব্ দ
    স্নাত শরীর
    শ্মশান শিব
    যা কিছু আমার চার পাশে মৃত্যু
    একেক দিন
    হাজার দিন
    জন্ম দিন
    সমস্ত একসঙ্গে ঘুরে আসে স্মৃতির হাতে
    অল্প আলোয় বসে থাকা পথ ভিখারি
    যা ছিল আর যা আছে দুই পাথর ঠুকে
    জ্বালিয়ে নেয় এতদিনের পুনর্বাসন |

    ReplyDelete
  10. anupam MukhopadhyayMonday, June 07, 2010

    thik hai . porer post-e sanghamitra-r ekta durdaanto lekhaa aasbe . aami sotti compose koraar somoy line-sankhya dekhechhilaam . nijer subidhaa dekhechhilaam aar ki .

    ReplyDelete
  11. অগ্রজদের কবিতা

    মাস্তুলের ডগায় দাঁড়িয়ে
    নন্দলাল বন্দোপাধ্যায়

    কাক-ভোরে কোনদিনই তো তোমার ঘুম ভাঙে না
    তাহলে আজ প্রেম ও নৈঃশব্দের মধ্যে ডুব দিলে কেন?
    অবনি তো বাড়িতেই আছে, হাজারো অবনি হেমন্তের অরণ্যে
    ঘুরে বেড়াচ্ছে। তাদেরই খুঁজে বেড়াতে কি তুমি নিরুদ্দেশ হলে?

    আমি তো দেখতে পাচ্ছি, এখনো কবিতার ধুলো উড়ছে
    দিগন্ত-বিস্তৃত মাঠে একা তুমি মৌরি ফুলের ঘ্রান নিচ্ছ?
    সময় সরাতে সরাতে সবটা সময় তুমি গোগ্রাসে গিলে নিলে
    পানশালার সামনে এমন অসময়ে তুমি একা কেন!

    কলকাতা এখন ঘুম অচেতন!এত রাতে কেউ কি বন্ধুর জন্য অপেক্ষা করে?
    বন্ধু আমার, পলিমাটি-নাকানো ঘরে এই কি এক রাত ঘুমোনো!
    বাউন্ডুলে হৃদয়কে ঠোঙার মোড়কে নিঃশব্দে গিলে নিতে এত লোভ তোমার!
    বন্ধু আমার, অপেক্ষা করব চিরকাল খাদি ভাণ্ডারের সামনে
    কখন তুমি এসে জেব্রা জামাটা তুলে নিয়ে বলবে
    এটা আমার, এটা আমার, চিরদিনের, চিরকালের।

    ReplyDelete
  12. অগ্রজদের কবিতা

    কুশ
    দেবীপ্রসাদ বন্দোপাধ্যায়

    এইখানে রেখে গেছ ব্রতরাতজাগা একগোছা
    কুশঘাস- রেখে গেছ ভাঙা ডালপালা চুপি চুপি
    দোরে পেতে রেখে গেছ শবমাংস খুঁটে খাওয়া রাত-
    আগুনভাঁটার মতো ভিটে-চরা শেয়ালের লোভে
    ঝুরি নুয়ে পড়ে- তারই নীচে স্থির হাতে রেখে গেছ
    কালো প্রতিহত কুশ- দোর হাট করে অন্ধকারে
    অকামা সুখের পিছু ছুটে যায় রাত্রিবিসার
    কালো প্রতিহত কুশ- কপালে লতিয়ে পড়ে রাত-
    অকামা সুখের পিছু ছুটে যায় লোভে.... জল খুঁড়ে
    অকাতরে ডুবে যায় সোনার কলস.... জেগে আছে
    হিংস্র চোরাটান, আর আগুনভাঁটার মতো লোভ-
    কুশ শান্ত নখ কাটে তারই ব্রতপুট, তারপর
    বাকি রাতটুকু খালি গুছোয় গুছোয়, কিছুতেই
    গুছোতে পারে না তার শেয়ালে ছড়ানো কুশগোছা....

    ReplyDelete
  13. Hi everybody!
    Eddine ami prankhule Romit k janate parlam tui asambhab bhalo kobita likhechis ei আত্মচরিত। Baje bhorke suprobhat bolte bolte bore hoye gechis to?

    Jothariti Indronil darun kobita likheche wah wah! Shudhu 'dui banglar kobita' namkaranta misleading, bodh hoy Indro confusion chaiche.

    ReplyDelete
  14. Hrisikesh, tomar kobitar shes duto line kebol drishyo, okhanei kobita ache. Samoy niye baki purota tomar nijaswo upolobdhi, dekha ba shona jayna, tai ta pathoker hoye othe na. Samoy niye tomar mugdhota amader proti choriye debe na? Local trainer janla diye baireta dekhcho kintu bhetorer thelatheli hoi choi hajom holo?

    Somnath, tomar Kobikathaa-5 pray metaphysical kobita hoye geche, jekhane agachar jalpona shona jay,purbojanmer swapno, jokkhini megh, pragoitihasik mrityu,swapnocharini, pannogpoth (serpentine steps in toxication) ei sab up above the earth bachon-i metaphysical weather diye thake. Jokkhini megh, dirghotamo raat, sukkhotamo fank ... eto besheson use korecho. Asole kobitata durbol hoye geche. Tumi ki balo ?

    ReplyDelete
  15. Anupam, anekbaar paraa darun bhalo kobita eta.

    Joyita, 'neel symphony' shudhu ki bhabbo ar shunbo chuuuu kit kit ! Shabdora ekhane chu-kit-kit khelche. Ekta asto anti-poem likhechis tui.

    ReplyDelete
  16. Abhijit, asadharon kobita likhecho eta. Atirek baad dite space ki rakam use korte hoy tumi thik jene gecho.

    Palaash, tumi abar atirikto kam bolecho. kom ba beshi balaar ekta balance darkar communication er proshne. Jar accident holo tar ghotonar ager kathaa kobi janlo ki kore? Kathaashilpider mato kobi to ar sabjantar role kare na.

    Animikh, khub bhalo kobita eta, dui somudro chuti ... darun.

    Sanghomitrar ei kobita purotai ami porechilam. khub bhalo kobita eta, Anupam to bollo agamite shudhre debe.

    ReplyDelete
  17. Romit k jigges kori, Shunyo dashaker kobider ggatarthe ei sab agrajoder kobita diye karo comment nei keno? karo upokar hochhe ki? eta ki ar shunyo dashaker blog thakche na? Sei sab anek agrajer kobitar chaite shunyo dashaker kobira better quality kobita likhche blog-e, amar mone hoy. Keu alochana korche na, keu alochana korle participate korche na. Ki byapar Anupam?

    ReplyDelete
  18. amaar ei kobita ti amaaro khub priyo.barinda'r matamater apekkhay chhilam..

    ReplyDelete
  19. ৯ইজুন
    রঙ্গীত মিত্র

    মধুমাস মুলতুবি রেখে আমি লঙ্কার খেতে এসে দেখি
    পাখি ছেয়ে গেছে
    ব্যাংকের অ্যাকাউণ্টবুকের ভিতর যেমন চেয়ার টেবিল
    দেখি
    তোমার কোলে মাথা দিয়ে আমি বিকেল দেখেছি
    আমাদের দুজনকে কেন দেখছো হে ছেলে
    এভারেস্ট ছঁড়ে দিয়ে,উঁচু গলায় পাইপ দিয়ে বাফেলোরা ডাকে
    আমাদের দিকের শিকাগো কিম্বা মেক্সিকো কলকাতা হয়ে,
    গহণা বানায়,
    আমার
    মা ।

    ReplyDelete
  20. রঙ্গীত মিত্র-র লিঙ্ক ধরে এখানে এসে বেশ ভালো কিছু কবিতা পড়া হলো। বোঝা গেল, এমন কবিতা আরও পড়া হতে থাকলে অগ্রজদের কবিতা আর পড়তে ইচ্ছা করবে না। একটু-আধটু লেখার নেশা আছে বলে বলছি, 'অগ্রজ' হয়েও অগ্রজদের মতো আর লিখতেও ইচ্ছা করবে না। তখন কি শূন্য দশকের কবিদের ব্লগে জায়গা পাওয়া যাবে?
    রঙ্গীতের কবিতা বেশ কিছুদিন ধরা পড়া হচ্ছে। ভালো লাগার কথা জানিয়েছি। একেবারে এ কালেরই প্রবণতা। আবেগ, বক্তব্য, নাটকীয়তা, বিশেষ ঝোঁক থেকে মুক্ত তার কবিতা। এখানকার অন্যদেরও। এমনটাই তো হওয়ার কথা। আর অসংলগ্নতা, যা স্বাভাবিক। অভিনন্দন সবাইকে।

    ReplyDelete
  21. anupam MukhopadhyayWednesday, June 09, 2010

    sanghamitra-r ei kobitati somporke aamar boktobye kono confusion jeno naa hoe bondhura . lekhaata khub vaalo . aar compose korte kom somoy niechhe .

    ei kobitae j byanjona ... taa khub shokto kobji naa thaakle hoe na .

    katha jodi bolte hoe , kobi-k katha toiri kortte jaante hoe . katha naa bola taar cheyeo kothin . khub saangketik ekti lekhaa .

    sanghyamitra keno indranil bakshi-r katha mene nilo aami bujhlaam naa .

    ReplyDelete
  22. anupam MukhopadhyayWednesday, June 09, 2010

    barinda , indranil ghosh-er naamkoron aami kintu misleading mone korchhi naa . eta ekta khNochaa . baajarer kobita-k . sei songokolongulo-k : DUI BANGLAR PREMER KOBITA , EK BANGLAR BHUTER KOBITA .

    aami byaktigotovaabe khub enjoy korechhi series-er naam-t .

    ReplyDelete
  23. Barin da------ goodmorning thame ni---:)- taka chilo na tai kadin amar boring bokbokani theke mukti peyecho- abar dudin badei suru hobe..

    ReplyDelete
  24. Barin da abong altab hosen er proti---- ata sampurno amar nijosso matamot - mone holo likhi tai likhe gelam------ Barin da likhecho " sunno dashoker jaygay agrojoder kobita diye karu upokar hocche kina?"- ar altab hosen o likhechen অগ্রজ' হয়েও অগ্রজদের মতো আর লিখতেও ইচ্ছা করবে না---- kobitar poripekkhite sudhu matro anubhutir poripekhite amar mone hay doshok satok ai sab bibhajon thakleo bhalo ki kharap ata mone hay ato sahoj abong sarol bhabe kono dashokei draw kara jay na-=- bhalo se agrojoder holeo bhalo lagbe abar sunno doshoker holeo bhalo lagbe--- ar ami nije ai doshoker-- tar mane aita ki haoa uchit je ami amar purbosurider kaj porbo na?- ba ami ai doshoker bole ai doshoker kobita likhi bole ek kathay baki sab doshoker kobitake bad diye debo?-- amar nijjosso mote akjon pathoker dristi diye amar mone hay -- kobita seta kobita - bhalo abong kharapeer urdhe kobita--sab doshokei sab jugei---

    r agrojoder kobita bisaytao anupam er icchetei neoa --- katha diyechilam jatodin parbo chaliye jabo- abong ami nije mon thekei post kore gechi agorjoder kobita- atao jani hayto keu i pore na-heheehe-- kintu pora ar na poratei ki kobitar mukti ?- ta to nay-- kichu bhalo sabdo kichu bhalo anubhuti akjon o aktu cheye dekhleo to kichu bhalo share kora jete pare-- jai hok ami amar ata sampurno byaktigato motamot dilam-:)---

    ami nije sunno doshoker hoyeo amar byaktigato mote mone hay kobitar gunogato man kobitar anubhuti kono space kono juge atke thakte pare na-- ajo amar monidro gupta ba alok sarkar khub priyo kobi--- :)-

    ReplyDelete
  25. Ota monidra nay--Manindra gupta hobe--:)

    ReplyDelete
  26. ebarer post e Anupam , sanghamitra ar avijit er lekha bisesh bhalo laglo--- ektai dukkho theke gelo anupam ke bolechilam boita amake aktu post korte-- bechari korechilo o kintu hathe pai ni post er prob er jonno--:(-- khub bhalo lekha anupamer lekhata--.

    barindar sathe hrishikesh er lekha samporke ami oi jaygata ak mot - je sesh du line kobita- kobitar puro pran sesh du line-- amar bhaloi legeche hrishir lekha.

    somnather kobita sotty aktu beshi bisheson jukto hoyeche abar-tobe amar kharap lageni--bisheson er jhakjomok ta chere diye dekhle kobita hisebe amar bhalo legeche tobe sunno doshoker nirikhe ami jani na karon amar jana nei sunno dhoshoker jonno alada nirikh ba mapkati ache kina----

    ReplyDelete
  27. R Barin dar sathe ami akmot-- amar nijer mone hay- jara lekhe -bakider jani na-- jara nijera antoto lekhe ba ai blog e aktibar holeo chuye dekhe kobitar sorir-- tader kichu comment kichu bhalolaga kharap laga bodhhay sabaike aro beshi kore kobita niye bhabte udbhuddo korbe-----

    sabai ai blog er - ai blog to sabar- :)--

    ReplyDelete
  28. বিগত বেশ কয়েকটি পোস্টে রমিত যেভাবে অগ্রজদের কবিতা শিরোনামে কবিতা গুলো ব্লগে পাঠাচ্ছে তা নিয়ে কথা বলা কমই হযেছে | ওর সংগৃহীত কবিদের কবিতাগুলো পরে সত্যি ভালোলাগা গোপন রাখার কোনো জায়গা নেই| শক্তি আমার প্রিয় কবি | মাস্তুলের ডগায় দাঁড়িয়ে - কবিতায় শক্তিকে পেয়ে খুব ভালো লাগছে | আমার স্বীকার করতেও কোনো লজ্জা নেই যে এই কবির কবিতাও আমি এই blogger মাধ্যমে প্রথম পড়লাম|

    ReplyDelete
  29. অগ্রজদের কবিতা

    শীর্ষদেশ
    সমরেন্দ্র সেনগুপ্ত

    শেষ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ডাকলে আমায়......যাই।
    দিনাবসানের আগেই আমাকে প্রস্তুত হতে হবে,
    পাহাড় এমন প্রতিধ্বনিত হয়ে ওঠে প্রতিবাদে,
    যেতে হবে সব ভূল ভেঙে-ভেঙে আমি যাবো, আমি যাই!

    কে পাখি এখনো সময় ঘোরাও অপাপবিদ্ধ নীলে!
    বর্ষনবেলা মেঘমন্দ্রিত বিদ্যুতে জ্বলে যায়,
    দূরে দক্ষিনে দীর্ঘ বকুল ফুলগুলি হাতে নিলে
    তোমার ডানায় জেগে ওঠে হাওয়া,সমতল শেষ হয়।

    ভালবাসা, এ কী বিপুল হিংসা জ্বেলেছো অন্ধকারে,
    শব্দে আমায় দুচোখ অন্ধ তবু গন্ধের ব্রতে
    ডাক দিলে ওই যুগ্মতাজয়ী উচ্চতা পর্বতে,

    যাবো আমি, সব চেনা গান ভুলে, আমি যাবো, আমি যাই।

    ReplyDelete
  30. anupam MukhopadhyayThursday, June 10, 2010

    dekh ramit hrisikesh ki bollo . aar ki chaai bol ?

    aar ... etaa amader generation-er durnaam j aamra naaki kichhu pori naa . tor ei kaaj seta ontoto awpromaan korchhe .

    paarle malay roychoudhury , falguni roy , eder kichhu kichhu lekhaa dis .

    ReplyDelete
  31. anupam MukhopadhyayThursday, June 10, 2010

    anubaad-er ekti erokom byapaar raakhte paarle vaalo hoto . roj ekjon somokaalin baa praachin bidesi kobir ekti kobitar bangla anubad .

    kintu k korbe !

    ReplyDelete
  32. anupam MukhopadhyayThursday, June 10, 2010

    BOI_POTTOR

    r bondhuder bolchhi : tomraa tomaader poraa othobaa jaana boier khnojkhobor ekhaane daao . bondhuder baa nijeder kabyogronther hodish daao . chaaile aalochonaa koro . joto khushi likhte paaro .

    khub upokar hobe bolei mone korchhi .

    ReplyDelete
  33. সোমনাথের কবিতা অনেকদিন বাদে পরে ভালো লাগছে | ঠিক বিশেষণ প্রধান নয় , আমার মনে হয় ওর কবিতা একটু সাধুগন্ধি | একটা পুরনো - পুরনো ঘ্রাণ লাগে নাকে | তবে সেটা নেহাতই ভাষাগত , বিষয়বস্তুর দিক থেকে ও কিন্তু পুরোপুরি আধুনিক মনস্ক |
    আর রমিত তো গাছ মেঘ আর পাখিদের কবি হযে উঠেছে | আজ থেকে বহু বছর বাদে ওর কবিতা যখন কাটাছেড়া হবে , তখন ওকে সম্ভবত শুন্য দশকের সবচেয়ে প্রকৃতি প্রেমিক রোমান্টিক কবি আখ্যা দেওয়া হবে | আর রমিতের এক অর্কুট অনুরাগিনী ( যার সাথে রমিতের এখনো দেখা হয় নি , যে জীবনানন্দকে নিয়ে paper করেছে ) সে তো এখনই বলে দিয়েছে যে রমিতের কবিতা নাকি জীবনানন্দ - প্রভাবিত | রমিতকে সেই কথা বলায় সে ওর স্বভাবসিদ্ধ ঢঙে বলল - ওর অনুরাগিনী একটু পাগলপারা | পাগল কথাটার মধ্যে একটু প্রশ্রয় আর একটু " অন্যকিছু " কি আপনাদের ধরা পড়ছে ?
    আর অনুপমের কবিতা নিয়ে কিছু বলার জায়গায় আমি এখনো নেই | আশাকরি বছর কযেক সময় লাগবে |
    চাপদারিয়ালা অনেকদিন আসছে না | welcome back খেয়ে যে গেল আর দেখা নেই | আমরা সংসারী লোকেরা হাজার ঝক্কি সামলে আসছি , ও ব্যাটা উকিল client নিয়ে ব্যস্ত হযে আছে | ওর আরেক দোসর সন্জু ( যে সারাদিন একটা নীল টি শার্ট পরে থাকে ) ও ব্যাটাও মাঝে এসে কবি ভাস্করকে একটু চুমু খেয়ে চলে গেল | আর দেখা নেই |
    যা হোক বন্ধুদের নিয়ে একটু মজা করলাম | প্রত্যাঘাত আশা করি না | আক্রমনকে আমি প্রচন্ড ভয় পাই |

    ReplyDelete
  34. Hrisikesh da, tumi thik e bolecho ei kobita tite ami kichu purano shabda use korechi, ebang seta icchakrita.....r biseshan gulio eseche sei eki niyame..oi purono shabda niye ektu khela korte cheyechilam, ei ja.... tabe Barin da jeta bollen, eto biseshan kobitatike durbal kore dicche, seta hote pare.ami lekhar samay etota bujte parini....ba kheyal o korini.
    r akta katha, anupam da-r kach theke lekha niye kono matamot pai na aajkal!!!pele khub valo lagbe....

    ReplyDelete
  35. anupam MukhopadhyayThursday, June 10, 2010

    somnather ebaarer kobita nie aami seivaabe kichhu bolchhina . shobdo choyon-e kono problem ter paaini . kobita-t compact . sulikhito . or porinoti dhawra porchhe .

    seser aager line-e 'beskichhu pichhutaan' ... ekhaane ektu hoeto anyomonoskota thaakte paare . tobe sevaabe kichhu mone hochhe naa .

    ReplyDelete
  36. 36 post er pray samasta kabitai bhalo laaglo tobe bishes kore Animikh, Palash, Ramit r Anupam er lekhar modhye onno rakam swad pelam.Anupam likheche “Jal kisim Alo”-aha,kothay se alo djadi khuje petam ….puro kabitata sammohoner moto,Animikh er “ Du-ek samudra chhuti nebo”-Asadharan.

    Abhinandan “Baak” er sange jukto sakalke.


    -Avijit Dasgupta

    ReplyDelete
  37. 36 post er pray samasta kabitai bhalo laaglo tobe bishes kore Animikh, Palash, Ramit r Anupam er lekhar modhye onno rakam swad pelam.Anupam likheche “Jal kusum Alo”-aha,kothay se alo djadi khuje petam ….puro kabitata sammohoner moto,Animikh er “ Du-ek samudra chhuti nebo”-Asadharan.

    Abhinandan “Baak” er sange jukto sakalke.


    -Avijit Dasgupta

    ReplyDelete
  38. অগ্রজদের কবিতা

    নির্বিকার চার্মিনার
    ফাল্গুনী রায়

    মা, আমি আর তোমাদের অভিজাত সমাজের মাজাঘষা বাঁকাহাসি
    হাসতে পারবো না। করুনাঘন ঈশ্বরের ক্যালানেকেষ্ট সাদা দাঁত নিয়ে
    শয়তানের মেধাবী চোখ নিয়ে আমি আর পারবো না রামকৃষ্ণীয় ভংগীতে
    স্ত্রীকে ব্যবহার করতে মাতৃতান্ত্রিক প্রথায়।

    চিনির বদলে স্যাকারিন খেয়ে ডায়াবেটিসকে ভয় করতে পারবো না,
    আমি পারবো না অসুখী লিঙ্গ নিয়ে প্রাক্তন প্রেমিকার গায়েহলুদের দিন
    দেবদাস হতে খালাসিটোলায়।

    আমার লিভার ক্রমশঃ পচে আসছে। আমার পিতামহের সিরোসিস হয়েছিল,
    হেরিডিটী বুঝিনা আমি মদ খেয়ে কবিতা পড়ি; আমার বাবা পুজোআর্চার জন্য করতেন উপবাস, পাড়ার দাদারা ধর্মের দোহাই দিয়ে দোলের দিন টিপে দ্যান পাড়াতুতো বোনেদের মাই।

    মা বিদেশ ভ্রমনের দিন তোমাদের অভিজাত সমাজের অনেকেই ভদকা গিলেছেন , আমি নির্বিকার তোমার চিতা থেকে ধরাবো চার্মিনার- তোমার মৃত্যুর কথা ভাবলে আমার আমার চোখে জল আসে তখন আমি ভূমির ভূমিকম্প বা জলের জ্বলোচ্ছাসের কথা ভাবিনা ।কুমারী প্রেমিকার শায়ার দড়িতে হাত রেখে আমি বৈষ্ণব পদাবলীর কথা ভাবিনি ।মা আমিও মরে যাব একদিন।

    বেলুড়মন্দিরে প্রনামরতা এক বিদেশিনীর স্কার্ট ঢাকা আর্ন্তজাতিক পাইথনপাছা দেখে জেগেছিল আমার সীমাহীন যৌনতা। মা তোমার যৌনতা আমৃত্যু বাবার চিতার সঙ্গে লেপ্টে থাকবে বলে আমি তোমায় ঈর্ষা করছি । নিরহংকার নোংরামি নিয়ে লিঙ্গের দিকে তাকিয়ে নিজেকে অন্যগ্রহের জীব মনে হচ্ছে । এখন আমার মুখের ওপর খসে পড়ছে ডুবন্ত সূর্যের আঁচ আর সূর্যাস্তের রং পাখায় মেখে পরিবার পরিকল্পনাহীন পাখির দল ফিরে যাচ্ছে বনলতা সেনের চোখের শান্তিময় নীড়ের দিকে- ডিমে তা দেবার সময় এসেছে তাদের।

    ReplyDelete
  39. http://www.1238am.com?id=ui8kwoyomodzgtq8ibimjyiv8olh8p

    ReplyDelete
  40. প্রিয়
    আলতাফদা আপনার যে আমার লেখা ভালো লেগেছে,তার জন্য আপানাকে ধন্যবাদ জানাই । আমি নিজের কথাই বলি । আমি আমার মত লিখি । লেখার থেকে পড়িই বেশি । লিখতে কি পারি? বেশিভাগ ক্ষেত্রে না পারাটাই হয় ; আমাদের সময় অনেকে ভালো লিখছেন ; ইংলিশে যেম্ন কবি ইনাম হুসেন মল্লিক ও সনেট মণ্ডল এবং আরো অনেকে । আসলে এই অবচেতন-অনুভূতিলোকজাত কনসেন্ট্রেশান ও ইত্যাদি আমাদের যা আঘাতের দিকজনিত ক্রিয়া প্রতিক্রয়া ও তার পরিবর্তন নিয়ে আমরা দেখছি বদলে যাচ্ছে ; আবার অনেক ভুল শিক্ষা জমে । এই ভুলের মধ্যে বাউল,এটি-এম এইসব ; আসল ভালোলাগা নিয়েই সব । আমার,আমাদের লেখা যদি আপনার ভালো লাগে তাহলেই হলো । কিছু প্রভাব ও তার কৌণিক চ্যূতি হলুদ রঙের মত ; আমি শুধু জানলা খুলে রেখেছি ; যা পাই তাই পড়ি । আমার কাহে সবই কবিতা । সমস্ত কিছুই । হয়তো কেউ আঁধার ছূঁড়ে দেয় । আমার দেওয়াল তবু পবিত্র থাকে । আমি অনেকদিন ধরে ব্লগপাঠক । আমার বার্তাগুলো জমা হয় । আমি ঝপ করে লিখে দিতে পারি না। লেখার ভিতর না কি ভয় জাগে । এই ব্লগটা একটা মুক্তির মত ; উন্মোচন করে দাও হে তৃষ্ণা আমার ; এইবার প্রকৃতির দিকে তাকান । সেখানে আমারা না বালোক । কোন পয়েন্টারহীন দৈব ডাক । আতান্তর । নেশা হাওয়া ফুটপাত ; অগোচালো ; সব হারিয়ে যাওয়া ; নকল না করা ; জমপেশ গান শুনে দেখা কি র‌্যেছে শরীরে ----এরকম আরো সব লিখে দিতে গিয়ে বাইকের রেস দেখি সেক্টর ফাইভে ।

    অনুপমদা,তুমি আলতাফদাকে কিছু বলো ............।।

    এই ব্লগ এখন বাংলা কবিতার প্রধান ও প্রধানতম ব্লগ ।

    ReplyDelete
  41. মৃতদেহ
    রঙ্গীত মিত্র

    প্ল্যাস্টিক্টাকে ছিঁড়তেই পারছি না ;
    আমার মেঝে তাতে চড়ে বসেছে... See More
    যেমন আমার নিচে কেউ আছে
    এরকম অনেক ঘটনা লিখে
    নব্বই তলা থেকে হেলমেট পড়ে গ্যেলো
    বাতাসে সাঁতার দাও; ডলফিন হয়ে যাক পেলিক্যান

    বাক্স নিয়ে খেলতে খেলতে আমি একটা বাচ্ছার মৃত দেহ আবিষ্কার করলাম ।

    ReplyDelete