বাক্ বাংলা কবিতার প্রথম ব্লগজিন । বাক্ বাংলা কবিতার মুক্ত অবস্থান । ব্যক্তিগত পছন্দের সীমানা এবং বাজারের বাইরে আকাঙ্ক্ষা ও প্রভার সন্ধান তার ঘোষিত ব্রত । পাঠ্য ও অপাঠ্যর মধ্যবর্তীটি ছাড়া কোনো ভেদরেখাই মান্য নয় । কথা বলুন 8436419575 , লেখা পাঠান : anupam_gtl@yahoo.co.in এবং konnagar : ghatal : paschim medinipur 721212, west bengal, India । লেখা পাঠান 'অভ্র'-তে টাইপ করে ওয়ার্ড ফাইলে । পি ডি এফ ফাইল আমন্ত্রিত লেখা ছাড়া গ্রাহ্য হবে না । অনুগ্রহ করে ফেসবুক বা আন্তর্জালে প্রকাশিত লেখা পাঠাবেন না ।
স্বাগতম
আসুন আমাদের জগতে ...
অগ্রজদের কবিতা
ReplyDeleteনির্মল হালদার
যদি বল, আমি ধূলোবালি আমি তাই
যদি বল, আমি পাথর আমি তাই
শুধু আমাকে মৃত্যুঞ্জয় বলো না
মৃত্যুঞ্জয় তো অনেক দূরে কুয়াশায় হেঁটে চলেছে
আমি মৃত্যুঞ্জয় হলে
কাঠ-কয়লা পড়ে থাকবে, অসহায়
আগুন আমাকে না ছুঁলে কাঁদবে একা একা
যদি বল, আমি নখের ময়লা
শুনতে রাজি
শুধু আমাকে মৃত্যুঞ্জয় বলো না
মৃত্যুঞ্জয় আমার কাছে স্পষ্ট নয়
মৃত্যুঞ্জয় কুয়াশায় হেঁটে চলেছে
bah- abare anupam souvikda sukriti ar , manik .....protita lekhai bhison sundor laglo..
ReplyDeleteato sundor sundor lekha ak sathe paoatai jeno paona.... baak aro agiye jak
BAAK,41 Post Porlam. Bhalo Laglo. Amar Samarthan Roilo.
ReplyDeleteanupamda ki likhecho vaba jaina asadharan-
ReplyDeleteprtibar pas firi r swapno badle jai
অনেকদিন ধরেই ফ্রয়েডের স্বপ্ন নিয়ে বিশ্লেসনের প্রতি আমার খুব আগ্রহ . অতি সম্প্রতি স্বপ্ন নিয়ে বিশ্লেষনের ওপর বই পরছি. আর নিজের স্বপ্নগুলো বিশ্লেসন করার চেষ্টা করছি. আর অবাক হযে যাচ্ছি. এটা আমার অতি সাম্প্রতিক ডেভেলপমেন্ট . পড়তে পড়তে যদি কখনো কবিতা আসে লিখব. তাই স্বপ্নের অনুসঙ্গে অনুপমের কবিতাটা ভালো লাগলো. আর বন্ধুরা Christopher Nolaner Inception সিনেমাটা নিশ্চই দেখেছ. অসাধারণ ! নয় কি ? তাই চল কবিবন্ধুরা আমরা সবাই একটু স্বপ্নের মায়াজালে জড়িয়ে পড়ি .
ReplyDelete