স্বাগতম

আসুন আমাদের জগতে ...

26tH pOsT














27 comments:

  1. bondhura , 2t katha .

    1. 'bangla word' kichhu somosya korchhe . nijeder kobita jpeg kore paathaale vaalo hoe .

    2. ekhaane comment section-e niomito nijeder kobita post korte paaro tomraa . avra-te compose kore . jemon Rangeet ebong Hrisikes korchhe .

    ReplyDelete
  2. বিগবাজার ও আমার ট্রেনিং
    রঙ্গীত মিত্র

    খয়ের ;
    খোকো খেলতে খেলতে আমি একইমুখ দেখি
    গায়ে হাওয়া লাগে
    ধুলোর উলটো দিকে প্ল্যাস্টিক দেখি
    আসলে পটাশিয়াম ডাইক্রোমেট নিয়েছে
    এন-হেক্সেন লাগানো ফানেল আমার উত্তরমেরু লাগে

    বূ-সার্ট আর কালো জিনস পরা এক বিবাহিত মহিলা রোজ ১০টায় অম্বুজা-অ্যাপার্ট-মেন্ট থেকে
    বিগবাজারে
    বাজার
    করতে বের হন

    ঘামে ভিজে যায়
    আমার
    অপেক্ষারা।

    ReplyDelete
  3. palash er kobitata asadharon--- khub sundor-- ar tacharaa 2 avijit [ avijit mondol ar dasgupta] lekhai besh bhalo laglo-- astronirjoner lekha ager matoi sundor--- ar abare bhaskarer lekhar r purono swad paoa gelo besh---
    tobe avishek er lekha khub ghete jaoa mone holo-- sab kichu chilo lekhay kintu kothao bisesoner otiproyoge kobitar madhurjota hariye gelo bole mone holo--[byaktigato view]

    indranil er lekhatao besh bhalo-- sesh line ta " mritodehora katokkhon maynatadonto hole nagno hay"- bah-- chamotkar-

    baak agiye choluk-- suvoratri

    ramit

    ReplyDelete
  4. r rangit
    lekhata aktu baro kore de na babu
    amar chasma--- pora jay ato puchki puchki

    ReplyDelete
  5. পলাশ স্বাভাবিক অভ্যেসে ভাল লিখেছে! ওর নতুন কবিতা এই সপ্তাহশেষের রাতটাকে ভালো করে দিল। অনুপমদা একটা বেচে থাকা লিখেছ ভাল লিখেছ, আর সম্ভবত সেটা তোমার নিজরি য়াপন। ইন্দ্রনিলের শেষ লাইনটাই খালি কবিতা...পিয়াঙ্কুর ক্ষেত্রেও প্রায় একই কথা খাটে...এছাড়া শ্রীজিত এর লেখা ভাল লেগেছে্‌...

    ব্লগে অনেক নতুন কবি আসছে সেটা ভীষণ ভাল লাগল...অনুপমদা এটা খুব জরুরী কাজ করছ, এটা পিঠ চাপড়ান নয়।

    শেষের কথা বন্ধুগণ রংগীত মিত্তিরের রাসায়নিক কবিতাবলী শেষ কয়েক খণ্ড এখন পাওয়া য়াচ্ছে, তাড়াতাড়ি কিনে নিন।

    ReplyDelete
  6. রঙ্গীত , মেয়েটি ও সিগারেট

    যে মেয়েটি ভোরবেলায় সিগারেট ধরিয়েছে
    তার বিষন্নতা বাইপাস দিয়ে ছড়িয়ে
    আমাদের মফস্বলে এলো
    অপর্ণা সেন এলো রুপা গাঙ্গুলি এলো
    সুচিত্রা আর গ্রেটা গারব মেরিলিন
    বাইরে প্রচন্ড তুষারপাত
    বিষন্ন ধোয়াটা শার্সির কাঁচে
    নাক ঘসছে
    আমার বিছানায় লাল কার্পেট
    আলমারিতে স্কচ
    কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠছে
    আমার মধ্যবিত্ত রাত আজকে
    প্রাসাদের সূর্যাস্ত দেখছে

    ReplyDelete
  7. কবিবন্ধু , যে একটু প্লাটফর্ম পেয়েছে

    এক লাইনেই ছিলাম যখন গ্রহণ চলছিল
    তুমি সরে যেতেই আবার ঝলকানি
    উজ্জলতা সামনে এলো

    আগে তোমাকে মনে হত চাঁদ আমি সূর্য
    এখন উল্টো

    ঈর্ষাগুলো বাস্তবতা খুঁজছে

    জোতির্বিদরা বলেছেন পূর্ণগ্রাস গ্রহণ হতে
    আরো তিরিশ বছর

    ReplyDelete
  8. Anupam,anekei mone hochhe comment korte raji noy. Tahole tara nijeder kobitar opor mantabyo dekhte chay na, dhore nite habe. Anek natun contributor dekhchi.Bhalo kathaa. Erakam lekha jak, shunyo dashaker kobitay tader agrobortyder kobita k chariye jabar prochestar lakkhyan ekhano spasto noy. Kichudin porei amra 10-dashaker kobider pete thakbo. Tar age BAAK print supplementary berobe ki na sure howa jak. Korte hole sampadak thik karo, Ekhan theke web-page-e-i layout sajao, gadyo dhokao, ityadi charcha shuru kore dao. Ebarer kobita jathesto bhalo hoyeche.

    ReplyDelete
  9. mritadeher bayas chhilo 28 .....indranil baxi..fatafati..bhalo lagchhe natun kalam dekhe...baak er natun bandhuder abhibadan..avinandan...sabai bhalo theko ..shunno aj purnotai bhara........

    ReplyDelete
  10. anupamda tomar kabitare pratiki banjana o chitRa rupa moyota darun vabe achhe .............bisayti bisoy na hoyeu anna ek bitukro tukro kolajke pariniti diyeche nirmane,anekta cha o kafi mesano chafi r mato.

    EBAR EKTA PRASNA KABITATE KAKE PRATIKI O KAKE CHITRA KALPA BALBO /EBISAYE SAKALER ALOCHANA CHAIBO ANUPAMDA O BARINDAR MATAMATTO ABASSAI.

    ReplyDelete
  11. indranil baksi ,avisek ,astanirjan ,vaskarjoyti ,palaser kabita bes valo,somnather kabitatio bes.

    ReplyDelete
  12. নতুন কবিতার কথা বললে আমার প্রথমেই স্বতস্ফুরততার কথা মনে আসে। এ কথাটা বললাম এই কারনে যে, এখানে অনেকেই সহজাত লেখেন ও অনেকে লেখেন না। যেমন অনুপম। স্বাভাবিক লেখা বলতে জা বোঝায়, অনুপমের লেখা তেমন ই। কোন নিশ্চিত হবার কোন ব্যপার নেই। একটা চলা শুরু এবং চলতে থাকা। এজন্যই হয়ত "... "র এত ব্যবহার।
    এভাবে চলাটাই কিন্তু স্বাভাবিক কবিতা ও নতুনত্ব।

    ReplyDelete
  13. Indranil Bakshi,Astanirjan,Palash De,Ishan Shil,Debashish Saha,Vaskarjyoti Das er lekha besh laglo,tobe amar kachhe ei post er sera kobitata Anupam Mukhopadhyay er lekha....

    ReplyDelete
  14. কবিতা এবং দর্শন এক জিনিস হতে পারে না। যদি তাই হত তবে বিখ্যাত দার্শনিকরা বিখ্যাত কবি হতে পারত। শ্রী ভাস্করের বিষয়টি এরকম। ওর কবিতা খুব বেশি দর্শনের দিকে ছোটে বলে মনে হয়। তাই কবিতা কোন কোন সময় সরে যায় কবিতা থেকে।
    ওর কাছ থেকে ভালো কবিতা আশা করছি। আরো ভাল কবিতা।

    ReplyDelete
  15. অভিজিতের লেখাটি ভাল লাগলো কথা হিসেবে,খুব উপযুক্ত কথা। কিছু কিছু ক্ষেত্রে কোন শব্দ আবার কারো নিজস্ব হয়ে যায়।

    ভাল লাগল লেখাটি।

    ReplyDelete
  16. দেবাশিসের লেখার চলনটি দারুন। কোনরকম মেদ নেই। এখানেই ধুম মস্তি । খুব কম কথা। কিন্তু আবেদন অনেক। গলির ভেতর ঘুরতে ঘুরতে যেমন কোন সময় হুট করে বড় রাস্তা বেরিয়ে আসে - এ কবিতা অনেকটা সেরকম। ভাল লাগল। এবং ভাল লাগল শব্দ দেখে। কোন রকম ছুচিবায়ু নেই। যে শব্দ ইচ্ছে হয়েছে, লিখেছে। এই সহজাত ব্যাপারটি কিন্তু খুব মূল্যবান। অন্তত আজকের দিনে।



    মানিক সাহা

    ReplyDelete
  17. সহবাস

    চোখের শিরা উপশিরায় সন্ধ্যা নামে
    রাত্রির অলৌকিক ঘামে
    ক্লান্তি পা ঘসছে বিছানায়
    আমার বা দিকে সৃষ্টি ডাইনে স্রষ্টা
    একটা আগুন জ্বলার সম্ভাবনা আছে
    যদিও
    বোঝা যাচ্ছে না নতুন অতিথির
    জন্য উপযুক্ত জায়গা
    বরাদ্দ আছে কি না

    ReplyDelete
  18. SOUVIK BANDYOPADHYAYMonday, March 29, 2010

    Anupam, Avishek, Avijit Mandal, Astanirjon-er kobita valo laglo..

    ReplyDelete
  19. ebarer sonkhyar lekha pore akta misro onbhuti hochhe ..kichu bhalo lekha ba lekhar proyass...ulto dike kichu 'na-lekha'...jar ortho ba onubhuti kichu grohon korte parlam.na...

    bhalo laglo...ANUPOMER lekha.....Aviseker sobdo nirmaner munsiyana....JIA HAQUE ebong ISHAN SHIL -er lekha....

    ReplyDelete
  20. ....abaro bhalo laglo...AVRAPRATIM....AVIJIT..ebong PIYASKU-r lekha....

    ReplyDelete
  21. ওষুধের শিশি প্যাঁচ দিয়ে দিয়ে খুলছে ;/ একটা জানলার পাল্লা অন্যর সঙ্গে কথা বলে না ।/আমি মাঝরাতে বিছানার সঙ্গে কথা বলি/ব্লাউজের ভিতর যেমন ফোকর থাকে/সেরকম গলি/এই গ্রিলপার স্কার্ট জুড়ে থাকে/এসির বিজ্ঞাপন দেখি/সদানন্দ রোড ধরে বাসধরার রাস্তা/কুচুরি খাওয়ার পর/বড় বড় চোখ মেলে বোঝাতে চাই ঃ আমি ছাড়া বাকিগুলো সব ভুল ;/না কিছু শিখেই চলে আসি/জলের ভিড়ে/পেটে জ্বালা করে/মাঝে মাঝে ম্যাসাজ সেন্টারে ফোন করি / রিং বাজে;মোড়ে গাড়ি অন্যকোথাও-র জন্যে অপেক্ষা করে/দমদম স্টেশান হয়ে আমার বাড়ীর রাস্তারা মেট্রর লাইনে দাঁড়ায় ।[রঙ্গীত মিত্র]

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. শ্রীজিতের কবিতাটা এই পোস্টের সেরা . আমি ঠিক এই রকমের কবিতা লিখতে চাই. চলন ও প্রকাশে সরল . কিন্তু ভাব অনন্য. সকলের কাছে এর গ্রহণযোগ্যতা আছে . তবু পাঠকের মন ছুএ যায় . দারুন ! চালিয়ে যাও .
    অনুপমের কবিতাটা ওরি মত নিজস্ব . প্রতীকি . কবিতা তার নতুন আঙ্গিকে ওর দিকে বারবার টেনে নেবে. অস্বীকার করতে দুঃসাহস লাগবে.
    অভিষেক তো নিজের আঙ্গিক আর ভাষা এত অল্প বয়েসেই ঠিক করে নিয়েছে. বাংলা ভাষা হয়ত কোনদিন ওর ঋণস্বীকার করবে . নতুন নতুন আধিভৌতিক শব্দ সৃষ্টির জন্য.
    অভিজিতের কবিতা দারুন . চিরকালীন কবিদের আর্তি .
    জিয়া যে anti - faminist কবিতা লিখছে . তাও ভালো. মল্লিকা সেন্গুপ্তদের অনেকটা জবাবী লেখা. চালিয়ে যান .
    দার্শনিক ভাস্কর আবার সংক্ষিপ্ত আবার ইনগিতধর্মী .
    সঞ্জুর কবিতা পেলাম , সন্জুকে পেলাম না . হয়ত ও আসছে .

    ReplyDelete
  24. একটা গাছ ; তার থেকে হাত কয়েক দূরে
    পিঁপড়েদের দেখা যায় ; পিঁপড়েরা মাটি নিয়ে
    বিস্ময়
    খেলে ।
    পিঁপড়েদের লাইনের সমানুপাতিকভাবে মেঘ মেঘ হয়ে ঃ বৃষ্টি আসে ;দারুন নরম বৃষ্টি আসে ।

    ReplyDelete
  25. যতটুকু, ওরই তো কথা জানি,
    রঙ্গীতের,
    খোঁজে
    এসে দেখি
    এটা এপ্রিল
    গরম জলে
    টগবগ করে ফুটছিল চামেলিরা

    ReplyDelete